Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

মানুষ অমানুষ

: | : ৩০/১২/২০১৩

জীবনের দুইটি শাখা
একটিতে থাকে মানুষ
আরেকটিতে থাকে অমানুষ।

অনবরত আলো চলাচল
প্রতিটি জন্মে আনন্দ উল্লাস
সম্পদের ঝলকানি লাইভ টেলিকাস্ট
হুলস্তুল কান্ড মানুষ শাখায়।

আধাঁরের খেলা সর্বএ
প্রতিটি জন্ম একটি বোঝা
সামান্য খাদ্যে বাড়ল
আরেক জন ভাগিদার
বুক ফাটা দীর্ঘশ্বাস অমানুষ শাখায়।

প্রতিটি সেকেন্ড মিনিট ঘন্টায়
অভাব অবহেলা কষ্ট অপমান
সইতে হয় নতুন ভোরের আশায়
সকল নির্মমতার প্রকৃতি নিরব ধারক।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top