Top today
মুক্তিযুদ্ধ অথবা উত্তাল প্রহর
আলোড়ন বিস্ফোরণ মুহুর্মুহু গুলি
অন্ধকারে ছুটাছুটি উড়ে যায় খুলি ।
আর্তনাদ আহাজারি অচেনা সময়
হাহাকার জনপদে তুমুল প্রলয় ।
ঘরবাড়ি পুড়ে ছাই সাজানো সংসার
ঝলসানো বিবেকের দুর্বার হুংকার ।
দেহহীন কত নারী বিবর্ণ চিৎকার
সারি সারি কত লাশ হয়নি সৎকার
মানবতা ঘরহীন উলঙ্গ শহর
স্বাধীনতা সংগ্রামের উত্তাল প্রহর ।
ত্রিশ লক্ষ শহীদের রক্তাক্ত সাগরে
ছিনিয়ে আনল সেই কাঙ্ক্ষিত বিজয়।