Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

লাইফ সাপোর্টে বাংলাদেশ

: | : ৩০/১২/২০১৩

জীবনের পারাপারে মৃত্যুর সংকেত
কলুষিত রাজনীতি ভয়াল চিৎকার
ব্যভিচারী সংবিধানে স্নেহের সংসার।

মানুষই গেছে ভুলে মানুষের নাম
মানুষ হয়েছে বলে টাকারই নাম!
আগুনে আগুন পুড়ে মানুষে মানুষ!
হাত মুখ মানবতা পুড়ে পুড়ে চাই ।
পিতা ছিল মাতা আছে অবুঝ কাণ্ডারি
কারো কারো পূঁজি হয় অবাধ্য সন্ত্রাস
ভেসে উঠে সাদা লাল অন্তিম আকাশ
শহীদ হবার ভয়ে কেঁপে কেঁপে উঠে
মানুষের লাশ!
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে
প্রিয় বাংলাদেশ।

br /

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top