Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

অপ্রাপ্তিই প্রাপ্তি

: | : ৩১/১২/২০১৩

 যাহা চাই  তাহা পাই না,

 তাহা পেয়ে যাই,যাহা চাই না।

 যাহা ভাবি তাহা পাই না,

 তাহাই পেয়ে যাই,যাহা ভাবি না।

 

 যাহা কাম্য নয়,তাহাই ঘটে যায়,

 তাহাই ঘটে যায়,যাহা কাম্য নয়।

 কেমন যেন বিষাদময় যন্ত্রনাদায়ক,

 এক লালায়িত অগ্নিশিখা।

 

 যাকে ভালবাসি তাকে পাই না,

 যাকে বাসিনা তাকে পেয়ে যাই।

 যাকে আপন ভাবি

 আমায় ভাবে সে পর!!

 

 যাকে কাছে টানি,চলে যায় সে দূরে

 গোলাপ দিয়ে বিনিময়ে ঘাসফুলের আনাগোনা।

 জীবন শুধুই গতিশীল ধাঁধা,

 

 

 পুরাতোনকে এড়িয়ে যাও,

 নতুনের সঙ্গি হও

 নিজেকে সাজিয়ে নাও,

 নতুন আলো জ্বালিয়ে দাও

 জাগিয়ে দাও ঘুমন্ত পথিক,

 হাতে তুলে দাও মশাল।

  

কানে কানে বলে দাও,

                         হ্যাপি নিউ  ইয়ার ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top