Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

বিদায় ২০১৩ সাল

: | : ৩১/১২/২০১৩

Good bye2013.jpg1

অন্যান্য দিনের মতো আজকের বিদায় নিয়েছে কিন্তু ইংরেজি দিনপঞ্জী অনুযায়ী এদিনটির বৈশিষ্ট্য অন্যরকম। কেননা আজকের দিনটি বিদায় নেয়ার সঙ্গে আমরা নতুন একটি বছরে পা রাখব। বিদায় নিবে ২০১৩ সাল। আগমন ঘটবে ২০১৪ সালের। নতুন বছরকে বরণ করতে ব্যস্ত বিশ্ববাসী। পুরাতনকে বিদায় এবং নতুন বছরকে বরণ করা একটি সহজাত নিয়ম। তবুও আমরা প্রত্যাশা করি ২০১৩ সালের সব জরাজীর্ণ ও ব্যর্থতাকে দূরে ঠেলে দিয়ে নতুন বছর সবার জন্য বয়ে নিয়ে আসুক সুখকর ও শান্তির বার্তা। সাফল্যে ভরে উঠুক সবার জীবন।

প্রিয় পাঠক পাঠিকা আমার শুভেচ্ছা নিবেন। চলন্তিকার শুরু থেকে আপনাদের সাথে আছি। বছরের শেষ দিক দিয়ে কিছুটা অনিয়মিত হয়েছিলাম। আশা করি এখন থেকে নিয়মিত থাকব। চলার পথে সহকর্মী হিসেবে আপনাদের সাথে আমার লেখা শেয়ার করছি। আপনাদের লেখায় মন্তব্য করেছি। মন্তব্য করতে গিয়ে কারো কারো লেখার কড়া সমালোচনাও করেছি। এতে করে যদি কারো মনে আঘাত লেগে খাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর দোয়া করবেন যেন আগামী বছর আপনাদেরকে আরো ভাল ভাল লেখা উপহার দিতে পারি। বিশেষ করে সম্পাদক সাবেবের প্রতি আমার অনুরোধ থাকবে তিনি যেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। কারণ চলন্তিকার শুরুতে সম্পাদক সাহেবের সাথে আমার কিছুটা মনমালিন্য হয়েছিল। আমি আশা করব তিনি তা ভুলে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় চলন্তিকার সাথে থাকতে পারি।

সবাইকে ২০১৪ সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।

Good bye2013

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top