Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

মন খারাপের দিন…..

: | : ৩১/১২/২০১৩

মাঝে মাঝে ডাকে আমায়
মন খারাপের দিন
ডেকে বলে দুজন মিলে
হব নাকি লীন…..

দিনের সাথে
মনের কি হয় তুলনা…..
দিন বলে মনকে ভুলো
তবু আমায় ভুলনা ।

উড়ে এসে জোরে বসে
মন খারাপের দিন
মনের সাথে ভাব করে
সব কিছু করে মলিন ।

দিন তুমি চল
নিজের মতো করে
ভাল দিন মন্দ দিন
একটু একটু যাও ঝরে……

মন খারাপের দিন আছে
নিত্য আসা যাওয়ায়
তিক্তঝরা দিনগুলোরে তাই
উড়ায়ে দেই এলোমেলো হাওয়ায় ।

ছবিটি পেইন্টে এঁকেছি……

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top