শক্ত লেখনীতে প্রতিষ্ঠিত হোক অপ্রতিরোধ্য গনতন্ত্র ।HAPPY NEW YEAR-2014
একটা সময় ছিলো যখন লেখাই ছিলো নিজেকে প্রকাশ করার সবচেয়ে বড় মাধ্যম । কিন্তু দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে মানুষের প্রকাশ ভঙ্গির পরিবর্তন চোখে পড়ার মত । তথ্য প্রযুক্তি এই ভানাকে আরো সুদৃঢ় করে দিয়েছে । এখন ঘরে বসে থেকেই নিজেকে প্রকাশ অনেক সহজ । লেখালেখির ক্ষেত্রেও এর ব্যপকতা অনেক বেশী । বাংলাদেশের গনতন্ত্র আজ সত্যিই হুমকির মুখে । লেখক সমাজও এই অনাচারের বিপক্ষে সরব ভূমিকা পালন করে আসছে । কিন্তু সব কিছুর পরও আমাদের কাঙ্খিত গনতন্ত্র এখনও অনেক দূর ।বছরের প্রথম দিনটি আজ শুরু হতে যাচ্ছে সহিংশতার শব্দ “অবরোধ” দিয়ে । আমরা এখন আর কোন কিছুই গননা বা বাছাই করতেও ভুলে গেছি । আগেকালের দিনে বছরের প্রথম দিনটি সবাই ভালো কিছু দিয়ে শুরু করতে চাইতো । কিন্তু বর্তমানে ক্ষমতা লোভ আর রাজনৈতিক অস্থিরতার নাম করে সেই প্রথম দিনটিই পালন করতে হবে নিরাপত্তা হীনতা নিয়ে ।কালও হয়ক ঝলসে যেতে পারে আমাদের কোন ভাই, বোন, মা । চিৎকারে ভারি হয়ে উঠতে পারে আমাদের আশপাশ । জাতি আজ সম্পূর্ন অসহায় । কোন কিছুতেই যেন শান্তির আভাস পাওয়া বড়ই দায় হয়ে পড়ছে । লেখক সমাজও প্রতিবাদ করতে করতে ক্লান্ত । কিন্তু ক্লান্ত হয়ে পড়লে কি জয় আসবে ? জয়ের জন্য প্রয়োজন দৃঢ় মনোবল ও দূর্ণীবার ইচ্ছা । আজ যখন দেশ ক্রান্তিলগ্নে তখন লেখক সমাজকেই এগিয়ে আসতে হবে সবার আগে ।
একটি একটি জায়গা থেকে শুরু করে দেশের প্রত্যেকটি সমস্যা নিয়ে বার বার আলোচনা করতে হবে, লিখতে হবে সমস্যা ও সেই সমস্যা সমাধানের উপায় ।প্রতিবাদ করেই যেতে হবে অন্যায়ের । সমাজের সভ্যতার বড় একটি উপাদান হল এই লেখা । এই লেখা দিয়ে পরিবর্তন করা অনেক সহজ । যে ছেলে বা মেয়ে বই পড়ে তারা বিপথে যেতে পারেনা । আর বিপথ থেকে ফিরিয়ে আনা লেখকেরই বড় স্বার্থকতা । তেমনি গনতন্ত্র রক্ষায় এগিয়ে আসতে হবে এই লেখকদেরই ।
বছরের প্রথম দিনটি আজ শুরু হল “অবরোধ” দিয়ে । আজ থামিয়ে দেওয়া হচ্ছে আমাদের সব দিক দিয়ে । সরকার, বিরোধী দল কেউই সাধারন মানুষের দিকে তাকাচ্ছেনা । তবুও দিন চলেই যাচ্ছে । অবরুদ্ধতার মধ্য দিয়ে অতিবাহিত দিনগুলো আমাদের কাছে রাজনীতির ঘৃনার সময় হিসাবেই চিহ্নিত হচ্ছে বার বার । তবুও আমি বিশ্বাস কির এ থেকে আমরা বের হবোই । অনেক কুয়াশ ঢাকা রাতের পরও সকাল দশটার দিকে যদি সূর্য ওঠে তবে তার দীপ্তিময়তা এবং তীক্ষ্নতা জানান দেয় আমি সূর্য, আমি পৃথিবীকে তাপ দেই, রাখি আলোকিত ।
বছরের প্রথম দিনটি এমন অন্ধকার হলেও আমি আশাবাদি খুব শীঘ্রই একটি আলোকিত বাংলাদেশ আমাদের সামনে উপস্থিত হবেই । আর তার কর্ণধার হবে আমাদের শক্ত লেখনী যার ধরালো অস্ত্রে প্রতিষ্ঠিত হবে শক্ত গনতন্ত্র । সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও নিজেকে পরিবর্তিতরুপে প্রকাশ করার চ্যালেজ্ঞ গ্রহন করার আহবান ।