Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

সংকটে সংলাপ

: | : ৩১/১২/২০১৩

সংকটের আবর্তে

ঘুড়ছে দেশটা

বিপর্যয় ঠেকাতে

নাই কারো চেষ্টা।

একে-অন্যের দোষারোপ

একী খেলা ভয়ন্কর !

সংলাপের আওয়াজ কি

দুষ্টচক্রের শুভঙ্কর   ?

তবু চাই সংলাপ

সংকটে সংলাপ।

সংকটের অংকটা

কষবে কে?

দুই নেত্রীর সংলাপে

সমাধান হবে যে !

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top