Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

সবুজ ধূসর মাটি

: | : ৩১/১২/২০১৩

ঐ দূরের চাঁদতারার ফাঁকে নীল!

এ মনের মাঝে কি আঁকা বাঁকা ঝিল?

শীতের কুয়াশার সাদা বরপ ধোঁয়া

সতিই মাটির নেই একচুল মায়া;

ছড়াছে গোলাপের অপরূপ গন্ধ

বন্ধু তোর দ্বার কেনো বন্ধ বন্ধ?

তবে কি?চিরস্থায়ী নীল আঁধার;

একপাশে অন্তজ্বালা,সবুজ মাটি অন্ধ।

 

(সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল)

লেখার তারিখঃ ৩০/১২/১৩

===================

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top