Top today
সাচ্চা
কালকে রাত্রে সর্দি লাগলো
মনের মাঝে পীড়া জাগলো
অডিশনটা দিতে গিয়ে তার
পারফরম্যান্সটুকু ছেড়ে ভাগলো
বাসায় এসে রাত জাগলো
সকাল বেলা ঘুম জাগলো
ঘুমের মাঝে স্বপ্ন জাগলো
কলিংবেলে ঘুম ভাগলো
একী! তুমি? প্রকৃতি
চেহারার কেন বিকৃতি
ভ্যাঙচাবো না তো দেবো
কৃতী মানুষের স্বীকৃতি
দুপুর বেলা ঘুমোচ্ছ
ঘুম থেকে ওঠে ঝিমোচ্ছ
কাজের কাজ না করেও
কী করে যে চান্স পাচ্ছ
শুনে দারুন সুখ লাগলো
প্রেরণা আর ভাব জাগলো
এমন শীতে ঠান্ডা পানিতে
গোসল করেও ভাল্লাগলো
তুমি সাচ্চা প্রকৃতি
দিয়েছ খাসা স্বীকৃতি
বিশ্বাস যদি থাকে মনে
হবেই হবে সুকৃতী