Top today
হয়ত একঘেয়েমির প্রলেপ ছিল / সাদা চুলে কলপ ছিল / লোকাল বাসে ভীর টা ছিল / বধূর মাথায় ঘোমটা ছিল / সদ্যকেনা পাঞ্জাবিতে / হলুদ রাঙ্গা বোতাম ছিল / গরাদের ওই আলমারিতে / স্মৃতির দোকান বন্ধ ছিল / হয়ত উতাল হাওয়ায় / মনখারাপের গন্ধ ছিল / পদ্যতে না ছন্দ ছিল / ঝাপসা চোখে দূর দিগন্তে / কুয়াশা ছিল / সন্ধেবেলার ধুয়াশা ছিল / লেপের ভিতর ওম তো ছিল / ভালবাসার চুম তো ছিল / মায়ের হাতের / পিঠে – পুলি ছিল / ধান খাওয়া বুলবুলি ছিল / কলাপাতার রঙ টাও সেই সবুজ ছিল / ময়না পাখির মনটাও তো অবুঝ ছিল / প্রিয় বন্ধুর/ চোখে চোখ তো ছিল / বিদায় শোকে শোক তো ছিল / যা থাকার তা সবই ছিল / ঝরা পাতার সন্ধে হলো. ঝরা পাতার সন্ধেি