আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হব আর কবেই বা নৌকা মার্কায় ভোট দিব… আমার পরিবারের সবাই আওয়ামী পন্থী … আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি … আমি ভোটার হয়েছি কিন্তু এখনো ভোট দেয়ার সুযোগ হয়নি…
আমি
ছোট্ট বেলার ছোট্ট শিশুটি আজ হাঁটতে শিখেছে ,
বাড়ির আঙ্গিনা আজ ধূলা শূন্য ,
ফড়িংগুলো আজ আর ক্লান্ত নয় ,
পাখির বাসায় ঢিল ছোঁড়ার আর কেউ নেই ।
দক্ষিণা বাতাস বইছে চারদিক ।
ভাঙা গাছের শাখায় গজিয়েছে সবুজ পাতা ।
আমাকে ভালবেসেছিল নিদ্রাহীন কবিতা,
আমাকে ভালবেসেছিল নিরাশার স্বপ্নগুলো,
আমি তোমার মুখের কালো তিলের স্বপ্ন ছিলাম,
তোমার চোখের পাপড়িরা রাতভর আমার পাপড়ির সাথে খেলা করে।
আমাকে ভালবেসেছিল রাত্রির কল্পলতা,
আমাকে ভালবেসেছিল অজানার রুপের ব্যাথা,
আমার স্বপ্নগুলো চলে যায় তোমার ঘুমের অন্তরে,
তোমার ঠোঁটের স্পর্শের সুর আমার