Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

চারপাশে কোলাহল, মানুষের চলাচল ।
হাসি ঠাট্টা আনন্দ, সময় কাটে নয়তো মন্দ ।
গোচরে কত ঘটনা, করে কেউ রটনা ।
কখনো একলাটি; কল্পনায় নাড়ি কলকাটি ।
কিছু টুকরো স্মৃতি, বাড়ায় মনে প্রীতি ।
জীবন চলার পথে, পরিচয় কতজনার সাথে ।
নীরবে মানুষ দেখি, নিত্য নতুন কত

আলোড়ন
তুমি ভোরের সূর্যের মত আস
আলো দিয়ে যাও সারাদিন।

তুমি গোধূলির লালচে আভা
মায়াবী করে যাওয়া সন্ধ্যা।

তুমি রাতে পূর্ণিমার চাঁদ
জোৎস্না বিলাও সারারাত।

তুমি ভোরের পাখি; আমার জানালায়
গান শুনিয়ে যাও।

তুমি আছ, তুমি আস;
সারাবেলা, সারাক্ষণ
আমার ভুবনে দোলা দিয়ে যাও।

দেশ মাতাকে বাসবো মোরা
সবার চেয়ে ভালো
ঘুঁচে যাবে তিমির রাত্রি
অন্ধকারের কালো।

কী দিয়েছে দেশ আমাকে
ভাবার সময় নাই
আমার কিছু থাকলে দেবার
দিতে আমি চাই।

এদেশ আমার এদেশ তোমার
অন্য কারও নয়
সাহস বুকে সকল বাধা
করতে হবে জয়।

লাল সবুজের পতাকাটা
আঁকড়ে ধরি বুকে
হৃদয়টাকে বাংলা করি
সবার দুঃখ সুখে।

ঘূর্ণাবর্ত

______________

মাত্র   একটি   অপরাধে ই  আটকা  পরেছি

যাদুকরের  হাতে,  বন্ধীশালায়,

যুগ  যুগ  ধরে  বংশ  পরম্পরায়,

নীল  যুগে  শাস্তি  হয়েছিল, অন্ধকার  গন্দর্ভ যুগে,

গভীর   উত্তাল  সাগরের  ঢেউয়ের  মাতঙ্গে,

নাচনের   জটিলতায় , ফেনায়  ফেনায়  মিশে,

পিচ্ছিল   জঙ্গায়  আত্বপ্রকাশ   সে   দিন ।

নিবিড়  ঘুম

পুং না হলে কিছুতেই বুঝবে না যে , কতটুকু কাম উত্তেজনা জাগলে কু পলকে তোমাদের গিলে গিলে ভক্ষণ যা জীনাতুল্য পাপ । অনেকে বক্র পন্থে চিন্তা করে বলে , ফল পাকলে সকলের নজরে পড়বেই এটাই স্বাভাবিক । আমি তাদেরকে বলছি

মোহিতা,
তোমাকে কিভাবে সম্বোধন করব,তা আমি আগে কোনদিন ভেবে পাই নি,এখনো পায় না।বেশ কয়েকবার তোমাকে পত্র দিয়েছি,প্রতি ক্ষণে ক্ষণে মনে হয়েছে তোমার পত্র এই বুঝি আসবে,তাই প্রতিনিয়ত আজ আশা ভঙ্গের বেদনায় ছটফট করছি।বুঝি না,তুমি কিভাবে চিঠির উত্তর না দিয়ে থাক?এই বিষয়টা

সে আসে আর যায় ।আসে খুব ধীরে।আমার বন্ধু পাওয়ার কম্পিউটার।এখন ও পাওয়ার স্টেবল হয়নি আমাদের।তারপর ও সবাই অনেক আনন্দিত স্বাধীনতার পাওয়ার আনন্দের মত।মনে হচ্ছে কারফিউ (এখানে প্রতিকূল হাওয়া মিলিটারীর ভূমিকায়) থেকে ফ্রি হলাম মাত্র।

কানাডার ইতিহাসে এত বড় দূর্যোগ সবাই বলছে

মানুষ মানুষকে এমন বিপদে ফেলতে পারে তা আমার কল্পনায়ও ছিল না ।  ষোল কোটি মানবের দেশে প্রার্থীর অভাবে আমি আমার নগদ ভোটখানার কোন বিকিকিনি করতে পারবো না এমন অসম্ভব সম্ভব চিন্তা আমাকে বিস্তর বিপদে ফেলে দিয়েছে । বছর পাঁচ বসে

 

নিন্দুকেরা নিন্দা করবে
নিন্দা তাঁদের পেশা ,
তাই বলে কি তাঁদেরকে আমি
করবো বল হ্রেষা ।

নিন্দা ওদের ধ্বংসের কারণ
জানেনা ওরা অবুঝ বলে,
নিন্দা ওদের মনের গর্ব
আমি কি তাই যাবো চলে ।

নিন্দা করে বলুক ওরা
আমায় হাজার কথা ,
তাই বলে কি নেড়ে হবো
খালি করবো মাথা ।

*********

কান্না হাসি দুঃখ ও সুখ এক নিয়মে চলে
চাঁদের সাথে ফুল জোনাকি নিত্য কথা বলে
ছবির মতো আকাশ ভাসে স্বচ্ছ নদীর জলে
হাসি মুখে সময় পেরোই কতো যে কৌশলে
শীতল পাটি বিছিয়ে ডাকে ফুল ফাগুনের বেলা
সবুজ বনে ঘাসের মাঠে ফড়িং করে খেলা
মধুর সুরে কোকিল

go_top