(পূর্ব প্রকাশিতের পর )
সালেহা বেগমের জন্ম বলতে গেলে হত দরিদ্র পরিবারে । গরীব কৃষক বাবার অনেকগুলো সন্তানের মধ্যে সকলের ছোট সালেহার ছোটবেলাটা বলতে গেলে কেটেছে অনেকটা নিত্য অভাব দেখেই । পরের জমিতে বর্গা চাষী হিসেবে কাজ করা বাবার পক্ষে এতো
ওরা রাস্তার মানুষ; রাস্তাই তাদের ঠিকানা
রাস্তায় অলিগলিতে রাত্রি যাপন করে
রাস্তায় রাস্তায় ঘুরাফেরা করে,
নোংরা জায়গায় বসে খানাপিনা সারে,
সেদিন দেখেছি ফ্লাইওভারের নিচে
মলিন ছেঁড়া পোশাক পড়া কিশোরী আর
গোটা তিন কিশোর নোংরা জায়গায় বসে নেশায় মগ্ন…
কিশোরগুলোর চুল ছিল উস্কোকুস্কো
মুখগুলোতে ছড়ানো দরিদ্রের কষাঘাত
গায়ে মাখানো এখানে
গাছ-গাছালীর নিঝুম বন
ছোট্ট নদী চাওয়াই,
আখ-পাখালীর শ্যামল ঘন
দূরবা ছাওয়া দাওয়াই ।
শরষে ফুলের হাসি ভরা
আমার সবুজ গাঁ,
নদীর কুলের পাগলপারা
ছোট্ট ঠিকানা-
আজো- ভুলতে পারিনা ।।
শীত সকালে মায়ের হাতে
ভাঁপা পিঠার উম্,
কোন খেয়ালে হাতেনাতে
কাড়তো ভোরের ঘুম ।
পাট-পঁচাঘাম দিঘীর জল
বিষম আমায় টানে,
গাছপাকা আম গাছেরই তল
ভুলিয়ে রাখে ঘ্রাণে-
আজো-