তুমি এক প্রচণ্ড মায়াবী নীল
সাগরের অথৈ জল, নদীর স্রোত
তুমি সাদা মেঘের এক অসম্ভব ভাললাগা।
আমি বিশ্বাসী, আমার এ নিস্পাপ প্রাণ
অনিদ্রায় কাতর, অপেক্ষমান, পিপাসিত।
তুমি বৃষ্টিতে ভেজা এক নতুন
সুগন্ধি রজনীগন্ধা।
আমি সাহসী, আমার এ
( কবিতাটি কলকাতার মিতা চ্যাটার্জী স্বরণে লেখা )
*******************************
কি করে থাকি বলো ভালো
ঘর থেকে পারিনা বাহিরে যেতে,
রাজনৈতিক দুই দল;তাঁদের স্বার্থে
অনাকাঙ্ক্ষিত নেশায় আছে মেতে ।
গাড়ী বাড়ী ভাঙ্গছে ওরা…
ইটের মতো করে জ্বালাও পোড়া…
মারছে পথো শিশু,
মাইকের সামনে দাঁড়িয়ে বলেন…
দেশ জাতীকে রক্ষা করেন…
হয়ে খ্রিষ্টান যিশু