Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

তোমাতে আমি
তোমার মুখ দেখে বুঝি না, হৃদয় তোমার
ব্যথিত কিনা । সাগরের মতো নির্লিপ্ত, নিস্তব্ধ ।
তুমি তো অগ্নি গীরি ।
জ্বালা মুখ দেখে বুঝা যায় না,
অগ্নিগর্ভে লাভা আছে কিনা ।
তুমি কি সুপ্ত অগ্নিগীরি?
যার হৃদয় জ্বলে যাচ্ছে তীব্র ক্ষোভে?
লুকিয়োনা হে বন দেবী,খুলে দাও

খুব কাছের জন

যে আমাকে ধারন করে

বুকে, পিঠে সর্বপরি আত্নায়

সে আমার প্রকৃতি

বৃক্ষ সমেত, মাটির গাঢ়তায় ভরা

আকাশের চাদরে আবৃত

মায়াবীশীতল অনাবৃত

আমার আত্নার সবুজ প্রকৃতি…।

 

খুব কাছের জন

যে আমাকে

আমার ধারনা আমি অতি দ্রূতই শ’কোটি টাকার মালিক হয়ে যাবো । তাই ইতিমধ্যেই আমি কাগজ কলম নিয়ে বসে পড়েছি । এতটাকা দিয়ে আমি কি করব তার একটা তালিকা থাকা উচিত । না হয় দেখা যাবে আ খরচ কু খরচ করে

এই জীবনটা বড়ই কঠিন
সুখ পেয়ে কখন ও
হয়ে যায় অ-সুখী ,
কখন ও সুখের আনন্দে
নিজের জীবনকে ভুলে
হয় হাসি খুশি ।

এই জীবনটা বড়ই কঠিন
দুঃখ পেয়ে কখন ও
হয়ে যায় দুঃখী ,
কখন ও বা দুঃখের সাগরে
নিজের ইচ্ছায় কাটি সাঁতার
হয়ে জীবন মুখী ।

দুঃখ চেয়ে দুঃখ পেয়েছি
দুঃখ

জীবন নামের ছোট্ট ঘরে
– মোঃ ওবায়দুল ইসলাম।

জীবন নামের ছোট্ট ঘরে
আগুন লেগে পোড়ে বারে বারে
জীবন নামের ছোট্ট ঘরে ।

দুঃখ করে সাথে বাস
হল আমার সর্বনাশ
বড় জ্বালা বুকের মাঝে
আরও পাই সকল সাঁঝে,
বারে বারে
জীবন নামের ছোট্ট ঘরে।

কষ্ট আমার নষ্ট করল
জীবনের

ঢাকঢোল পিটিয়ে বলতে চাইনি
ভালবাসি।
আক্ষেপ করেছো বার বার
কেন বলিনি একবার
ভালবাসি ।
অলিগলি সব পথ ঘুরেছ তুমি
খুজেঁছ উচু, নীচু, আলোও আধাঁর
তুমি কি স্বপ্ন দেখেছ একবার ঘর বাধাঁর ?
যতবর আমি তোমার কাছে আসি
বলতে পারিনি তোমায় ভালবাসি,
অন্ধকারে তুমি আলো খোঁজনি
চোখ দেখে তুমি আকূতি বোঝনি
ঢাকঢোল

দিগন্তেই ফোটে ভোরের আলো

সর্বভাষাবিদ ঈশ্বর কি আমার ভাষা বোঝ
আমি যে ভাষায় কথা বলি, গালি দেই ক্ষুধার তাড়নায়
নিক্তির পাল্লায় আজ আমার কৃতকর্ম মাপতে থাকি
কোন কর্মদোষে আমার কপাল বেয়ে ঝড়ে পড়ে কষ্টের লাল রক্ত।
কতোটুকু দুরত্ব আছে আমার আর ঈশ্বরের মাঝে
আমি গজফিতা দিয়ে মাপতে থাকি
কত ক্রোশ……….
কত

বৃত্তের বাহিরে থেকে বৃত্ত এঁকেছি,
হিমালয়ের পাশে থেকে চূঁড়া দেখেছি,
হৃদয়ের কাছে থেকে অনুভূতি ছুঁয়েছি,
এতকাল পড়ে এসেও বলা হয়নি কতটা ভালোবেসেছি।

কুয়াশার রাতে বসে একা জোৎস্না দেখেছি,
শিশিরের পথে বকুল ঝরা ছুঁয়েছি,
নিরবে একা বসে ক্রন্দন গীত গেয়েছি,
হয়নি জানা কবেই তোমার ছবি মনের ক্যানভাসে তুলেছি।

মন

মধ্য নিশিতে অনিচ্ছায় নেত্র মেলে যায়
বক্ষ পিঞ্জর ধরপর করে সর্বদায়

চমকে উঠি দীর্ঘ শ্বাস ছেড়ে ।

নিদ্রায় বারণ করে একাকিত্ব ঘণ্টা ধ্বনি
কর্ণে কুহরে বাজে তোমার দু’পদের রিনিঝিনি

দর্শন তোমার সনে মোর নীরে ।

রুদ্ধ দ্বার অবারিত করি তোমায় খোঁজার লাগি
হেথায়-সেথায় নিঃশব্দে হেরি পুরো

go_top