রোদের প্রখরতা কে হেমন্ত ঢাকে যেন কুয়াশার প্রলেপে,
ঝরা শিউলির শিশির মাখা গন্ধ, মেঘের মুখে যেন কলুপ এঁটেছে
শুধু আকাশ বেয়ে চেয়ে চেয়ে, শঙ্খচিলের ঝাঁকে নির্লিপ্ত মিলিয়ে থাকে
যেন শূণ্য হাওয়ার কোলে ভাসে চাওয়ার খানিক অবয়ব।
আরো খানিক ছিল প্রপিতামহের স্মৃতির আকড়
গুহা গাত্রে যে