Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

আমার মাঝে মাঝে মনে হয় আমি মস্ত প্রতিভা নিয়ে পৃথিবীতে পয়দা হয়েছি । এমন কোন হেন প্রতিভা নেই যা আমার মাঝে অনুপস্হিত । এই যেমন আমি অতি চমৎকার গীত গাইতে পারি । আমারতো মনে হয় কোন হারপিক আইডল জাতীয় প্রতিযোগীতায়

তুমি আমার পছন্দের নয়গো নারী
তাইতো আমি তোমাকে চাইনা  ,
তবে কেন ঘুরো পিছে পিছে
বলছো তোমায় ভালবাসতে
আমার ভালবাসা নেই নারী
তাইতো তোমায় ভালবাসিনা ।

তোমাকে ভালো বাসিনা বলেই নারী
তুমি আমায় বলেছো অনেক কথা ,
তোমার কি ভালবাসতে ইচ্ছে হয়না আমাকে
তুমি কি পারনা দিতে আমায় একটুখানি

বায়ু ন্যায় তোমার স্মৃতি আমাকে ঘিরিয়ে রেখেছে
মুক্তি চাই কিন্তু পাইনা ;
তোমার রেখে যাওয়া দন্ত ব্রাশ
নিত্য প্রাতে আমাকে স্মরণ করিয়ে দেয় ।

আর কৃষ্ণ বর্ণের চুলের কাকনটি
আমার কর্ণে কি বার্তা শোনায় জান ?
গভীর ভাবনা কিসের ?
আমার সখি সল্পকাল পরেই আসবে ।

এই

মধুর সুরের গান; ভেজায় আমার প্রাণ
সুরের টানে; আবেগ আনে
চোখে জল; করে টলমল
সুরে যে কি সম্মোহ; হই মুহুর্তে বিমোহ
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি;
শব্দে শব্দে ঝরে যেন মধু রাশি রাশি।
সুরে প্রাণে অযস্র তৃপ্তি; সুখে জেগেই চোখ যায় সুপ্তি।
শান্তি বটের ছায়ার মতই;

উন্মাতাল
আজ সারাটা দিন বৃষ্টি হবে
সারাটা রাত জোৎস্না রবে।
এমন দিনে তুমি আমার
নাইবা হলে
এমন রাতে আমি ছাদে একা
নাইবা এলে।

সব সময়ই তোমায় ভাবি
মানসপটে তোমারই ছবি।

তুমি তোমার চাঞ্চল্য আর
মিথ্যে যশের বশে;
অপমানের চাবুক তুলে
মারলে আমায় কষে।

এত কিছুর ছিল কি কোন প্রয়োজন
কেন করলে এত কিছুর আয়োজন?
ঘটা

সপ্তদশ পর্ব
(আঠার)
কথাটা আদৌ মিথ্যা নয়।
প্রভাবশালী মহলে মাস্তানের কদর বেশী। জেল খানার খুনী কয়েদীদের মতো। জাত খুনীদের ক্ষমতা জেলখানায়ও আছে। চোর, চ্যাচড় পুঁচকে কয়েদীদের ওরা বেদড়ক পিটায়। রাতারাতি ওস্তাদ বনে যায়। মাস্তানদের এটায় সৌভাগ্য। সবক্ষেত্রে তাদের বিচরন। শুধু পাবলিক সেন্টিমেন্টে যা

উত্তাল সাগর

ঝড় উঠেছে প্রমত্ত সাগরে রুধিবে কে তারে,

ফোসে উঠেছে জাতি, ফোসছে যুব সেনার দল,

আমরাও ঝাপিয়ে পড়েছিলাম তোমাদের মতো

৭১-এ,সেথায় ছিলনা কোন দল ।

উত্তাল সাগর টর্নেডু যেন আঘাত হানিছে পারে ,

ন্যায়ের দন্ড হাতে তার, চোখে তার কলুষ মুক্তির

প্রতিজ্ঞা, কে রুধিবে তারে ।

তোমরাও

এক নদী রক্ত পেরিয়ে

বাংলার আকাশে রক্তিম সূর্য

আনলে যারা তোমাদের

এই ঋণ কোনদিন শোধ হবেনা

না না শোধ হবেনা।

মৃত্যূর মুখোমূখি দাড়িয়ে

সাত কোটি জনতার হৃদয়ের সন্ধান করলে যারা

তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবেনা

না না  না শোধ হবেনা।

(আবার তোরা মানুষ হ ছবির গান)

স্বাধীনতার গান গুলি

 

আমার সপ্নের বাংলাদেশ , আমি তোমায় ভালোবাসি ।এই স্লোগান শুধু আমার নয় লক্ষ কোটি মানুষের ।প্রতিটি মানুষই এদেশের শান্তি চায় ।এরা স্বপ্ন দেখে বাংলাদেশ সুখী হবে, বাংলাদেশ হবে আমার স্বপ্নের বাংলাদেশ ।কি এই স্বপ্ন আমাদের, যা দেখে আমরা স্বাধীন

মহান বিজয় দিবসে বাংলা মায়ের
সকল সূর্য্য সন্তানদের প্রতি
রইল অকৃতিম হৃদয় নিংড়ান
অফুরন্ত ভাল বাসা,বিনম্র শ্রদ্ধা।

go_top