নিরুপায়
____________
পরে যাবার ভয নে ই আমার
মাটিতে দাঁড়িয়ে আমি,
আমার নিচে আর নিচ নে ই ।
ভয় তাদের যারা দাঁড়ানো উপর তলায় ।
ফিন ফিনে সালোয়ার কামিজ ,
দৃষ্টি দিতে হয় না, কেড়ে নেয় এমনিতেই ।
বুঝা যায় ব্যাস
অন্যায়কে বিসর্জন দিয়েছি কবে
মনে পড়েনা।
নির্বাসনে পাঠিয়েছিলাম
বস্তা বন্দী করে।
তারপর সারাক্ষন শুনি
তার ফিসফাস আওয়াজ
সুমধুর বচন
বলে কিভাবে আছ
ছেড়ে আমায়
মিস যে করি
তোমায়।
ফিরে এসেছে
আবার—
গলা ধরে বসেছে
এবার—
ন্যায় আমার বন্ধুর মত
ভালবাসি বলে
রাখলাম তো পাশে।
তারপর ও অহর্নিশ
ঘ্যানঘ্যান তার।
এটা করনা
ওটা কোর কেন?
হাপিয়ে উঠেছি আমি
এ দাম্পত্ত্যে।
তার অত্যাচারে ফাকা
এ শূন্যস্থানে গেড়ে
বাংলাদেশের মসজিদের সব ইমাম হুজুর /
ধনি–গরীব নির্বিশেষে মুটে – মুজুর/
শ্রদ্ধা যেমন চার্চ –মিশনের বৃদ্ধ ফাদার/
মন্দিরেতে পুজারী সব ভক্ত দাদার /
কোন দিনতো কারো সাথে বুঝা-পড়ার/
পথ চলাতে অমিল–বেমিল হয়নি ধরার/
সব মিলিয়েই আমরা তো ভালোইছিলাম /
এই শীতে বাজার মানেই
হরেক রকম সব্জি
খেতেই যদি হবে এসব
ডুবিয়ে খাবেন কব্জি
শীম, টম্যাটো, মটরশুঁটি
যত পারেন খান
ফুলকপি, পাতাকপির
পাকোড়া বানান
লাউ তো খাবেন এই সময়ই
ধনেপাতার সাথে
পেঁয়াজকলি, গাজর যদি
রাখেন খাবার পাতে
বেগুন, মুলো্, শালগম, বিট
আনুন বাজার ঘুরে
নতুন আলু স্বাদ বাড়াবে
শীতকালটা জুড়ে ।
খেতে পারেন
তবুও বৃষ্টি আসুক…
বহুদিন পর আজ
বাতাসে বৃষ্টির আভাস,
সোঁদা মাটির অমৃত গন্ধ-
এখনই বুঝি বৃষ্টি আসবে
সবারই মনে উদ্বেগ-
তাড়াতাড়ি ঘরে ফেরার ব্যস্ততা।
তবু আমার মনে নেই বৃষ্টি ভেজার উদ্বেগ
আমার চলায় নেই কোনো লক্ষণীয় ব্যস্ততা।
দীর্ঘ নিদাঘের পর
আকাঙ্ক্ষিত বৃষ্টির সম্ভাবনা
অলক্ষ্য আনন্দ ছড়ায় আমার তপ্ত মনে –
আর আমি