ঘরে মোর এসেছে
কাব্যের সতীন
তাই তো গেলাম
ছুটিতে কয়দিন,
তবু মাঝে মাঝে
আসা হবে
দেখা হবে
হবে কিছু কথা
চলন্তিকার পথ ধরে
শুরু যে পথ চলা
আছে কত স্মৃতী
কত সুখ-স্বপ্ন-ব্যাথা
সবই মনের মণিকোঠায়
সযত্নে রাখা
একদিন আসবো ফিরে
তোমাদের তরে সখা।
………………………..