কবিতা
খুঁজে পাওয়া মন
-কে,এইচ,মাহাবুব
***********************
মানুষকে ভালবাসা কঠিন
কঠিন মানুষের মনকে ভালবাসা
কোন মানুষকে ভাল লাগলে
ভালবাসতে পারলেই…
তাঁর সুন্দর মনকে ভালবাসা যায়না ,
মন যে বিধাতার হাতে সৃষ্টি
মানুষের শ্রেষ্টতম বস্তু
আর সেই শ্রেষ্টতম বস্তুকে
বিধাতা এমন জায়গায় রেখেছেন
মনের মানুষ না হলে পাওয়া যায় না ।
নিজের মনকে খুঁজিনি আমি
খুঁজেছি অন্যের