তুমি আমাকে
রাতের আকাশ দেখাতে চেয়েছিলে
সেখানে নাকি তারারা ঝুমকা ছোড়ে
চাদের আলোয় ভিজে
কুটি কুটি হয় হৃদয়
আমি তাও দেখতে চাই নি
শুধু তোমাকে নিবীরভাবে পাবো বলে
অপেক্ষার প্রহর গুনেছি
তবুও ভেঙ্গে পরিনি না পাওয়ার দোলে….।
তুমি আমাকে
দিগন্তে নিয়ে যেতে চেয়েছিলে
সেখানে নাকি পাখির কলকাকলিতে
গোধূলী খেলা করে,
ঘাস ফড়িংয়ের উড়োউড়িতে
স্বপ্ন