একজন নারী। নাম রহিমা।
পরিচয়, রহিমা কাজের মেয়ে। অভিজ্ঞতাটাও কম নয়। পাঁচ ছয় বছরের কাছাকাছি। বিদ্যা বুদ্বিও নিতান্ত কম নয়। থ্রী কি ফোর পর্যন্ত পড়ালেখা। তারপর বাবার মৃত্য। ব্যাস্ মেয়ে মানুষের উপর সংসার। আর কতটুকুই বা এগুনো যায়।
বয়স বাড়ার সাথে সাথে
আউযূ বিল্লাহিমিনাশ শাইতানীর রাজীম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
যেখানে আমি চলি
শয়তান ও চলে পিছু।
শোনাতে চায় সব হিতবাক্য
বলে শোন আমি বলি।
বলতে বলতে বন্ধুরই মত
বসে পড়ে পাশে
যত পড়ি আউযুবিল্লাহ
অথবা লাহাওলা ।
সে যায়না চিরতরে
ছেড়ে আমায়
দরজা দিয়ে বের হওয়ার
ভানে আবার পাশে বসে পড়ে।
সে এক অকৃত্রিম
এক নাছোড়বান্দা প্রেমিক।
কোথায়