Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

নাদুসনুদুস বিল্লি আমার
ভীষণ রকম সুইট
বড্ড আদর করে তার
নাম রেখেছি টুইট

স্বভাবটা তার নরম শরম
জ্বালায় না সে মোটেও
মাছ মাংশ হাড্ডি কাঁটা
না যদি তার জোটেও

দাও যদি একটু সোহাগ
হাতটা রাখো মাথায়
গভীর ঘুমে তলিয়ে যাবে
ময়লা ছেঁড়া কাঁথায়

দুধ খায় না সামনে পেলেও
করো যদি মানা
কোথায়

যতটুকু অপবাদ দিয়াছ মোরে

একবিন্দু যদি হয় তাহা সত্য।

নরকলোকের বাসিন্দা কর মোরে

মহাবিশ্বের হে একক গেরস্থ।

যতটুকু অপবাদ দিয়াছ মোরে

করিতে হবে তাহা প্রমাণ।

চোয়ালের জোর চলিবে না সেথায়

সাক্ষী সেই অদৃশ্য মহান।

 

বৃহস্পতির তুঙ্গে আছ বলে

আজ হয়তো পেয়েছ পার।

আগামীকালের কথা কে জানে?

প্রাসাদ চূর্ণ হবে অহমিকার।

স্মৃতির সনে

কেন দরকার সুশাসন !

বাংলাদেশ একটি অতি ঘনবসতিপুর্ন দেশ । ছোট্ট এই ভূখন্ডে শিক্ষিত বেকারের সংখ্যা ৩/৪ কোটির কম নয় । একটা চাকুরীর বিজ্ঞপ্তি প্রকাশিত হলে হাজার হাজার আবেদন পড়ে । দিন যত গড়াচ্ছে , তত বাড়ছে প্রতিযোগিতা । অর্থনীতিবিদরা বলেন

এই যে ভাইয়া এই যে আপু, চুপ চুপ চুপ চুপ
সুযোগ পেলাম একটুখানি, নেটে দিলাম ডুব

ভান্ করেছি ঘুমের আমি, মা বলেছেন `ঘুমাও
মন বসেনা পড়ালেখায়, বসে খালি ঝিমাও’

খিল লাগিয়ে একলা একা, লিখছি আমি ছড়া
দোয়া করেন আমি যেন, খাইনা এখন ধরা

ধরা খেলে পিটনি

বলতে পারো তোমায় আমি
কখন মোবাইলে কল দেবো ?
ভীষণ ভালবাসি তোমায়
ক্ষতি কি তোমার আমি মেনে নেবো ।

আজ ব্যস্ত কাজে কাল ব্যস্ত কাজে
সময় যে তোমার হয়না ,
একটু সুখের অভাব আমার
তোমাদের তা- সয়না ।

তুমি জানো সুভাতী… আমাকে
কতো কষ্টে কাটে দিন এবং রাত ,
তুমি

দ্বাদশ বছর পর দিয়েছ একটি ফোন
কহিলে মন খুলে কিছু তিক্ত বচন ;
সম্বোধন করিলে মোরে আপনি কহে
সহজেই বুঝেছি সেই তুমি আর নহে ।

নিঠুর তিক্ততার মালঞ্চ পেলাম উপোঢৌকন
আমি দিলাম চিত্তে জমানো প্রীতির ভাষণ ;
এগুলো নাকি আবেগ ? কহিলে হেসে হেসে
এ মৃত্যু যাতনা

দুইটা ট্যাকা দ্যান
ক্যান দিমু? তুই কি আমার কাছে পাইবি নাকি?
না… অ্যামনিই দ্যান।
ট্যাকা দিয়া কী করবি?
খামু।
কী খাইবি?
চটপটি খামু।
দুই ট্যাকায় চটপটি অইবো?
না; আরও চাইর জন ভাইয়ার কাছ থেইকা লইমু।
আরও চাইর জনের কাছ থেইকা লইলে কত অইবো?
ক্যান দশ ট্যাকা অইবো !
তুই দেহি গুণতে

(১)
দুই বাঘিনীর লড়া লড়ি
চিল শকুনের উড়া উড়ি
ভীতু হরিণ ছুটা ছুটি
চলছে লড়াই ফাটাফাটি।

 

(২)
গাধার কাজ গাধা করে
আধা খায় আধা ফেলে
নেতারা সব তলে তলে
দেশের সম্পদ জলে ফেলে।

 

(৩)
পুড়ছে মানুষ, মরছে মানুষ
জন দরদী নেতারা সব ঘুমাই
ইদুঁর বিড়াল স্বপ্ন দেখে

বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল, পাশের দেশ ভারতে ’আম আদমি’ নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে এবং কার্যক্রম চালাচ্ছে। বছর দুই আগে আন্না হাজারে সারা ভারতব্যপী দুর্নীতির বিরুদ্ধে যে আমরন অনশন শুরু করেছিলেন, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ছিলেন

পৃথিবীর চারদিকে ঘুরে আবার ফিরে আসলাম তোমার কাছে
মানুষের অসম্ভব প্রিয় সেই নীল আকাশটাও আমার কাছে লেগেছে ধূসর,
পাখির কলতান, নদীর কুলকুল ধ্বনি, ভোরের আলো বড্ড শ্রীহীন লাগে আমার
সুললিত কণ্ঠে গাওয়া গানগুলোও আমার কাছে বেসুরো শোনায়
শুধু তুমি পাশে নেই বলে।
কেমন যেন বিবর্ণ,

go_top