কাজের ছেরি রাগ করেছে
যাচ্ছে চলে বাড়ি
রাস্তায় গিয়ে হায়-আফছুছ
চলছে না যে গাড়ি
নইলে কার সাধ্য আছে
করবে তাকে রোধ
ব্যাপারখানা কেমন বলুন
ছিলো অবরোধ
সন্ধ্যা নদী।
ক্রমে পশ্চিম আকাশের সূর্য লাল হয়ে বিদায়ের ইঙ্গিত জানাচ্ছে। শান্ত সন্ধ্যা। ধরনীকে এক অপূর্ব মায়ায় আচ্ছন্ন করে সে নেমেছে আকাশ জুড়ে।
রহস্যময় পরিবেশ।
স্নিগ্ধতা।
নিস্তব্ধতা।
আবার হঠাৎ কোলাহল।
বানারীপাড়া নদীবন্দরের পাশ দিয়ে বেশ কিছুটা জায়গায় চড় পড়েছে। সাঁঝের আলোয় চড়ের রাজত্ব করছে একটি কিশোরের