জজ্ঞালের স্তুপের জটাজুটে মুখ থুবড়ে পড়ে থাকে-
জীবন ? রাজপথে – গাছপথে – ধুলোপথে – ফুটপথে
কুকুরের সাথে সহবাসে গুটিসুটি মেরে পড়ে থাকে,-জীবন !
বস্তিতে – পস্তাতে – সস্তাতে – পথে পথে
লাথি গুতো খেয়ে – খেয়ে বেড়ে উঠে, সে ও কী জীবন ?
আনাচে
কত আর?
পাহাড়সম ভার।
হাঁটুতে ধরেছে ঘুণ।
উৎসাহের বয়স নহে আর তরুণ।
বাঁধের নিচ হয়েছে ফাঁপা খোলস।
সামর্থ্যের গায়ে অনিচ্ছায় ভরা অলস।
ধস নামার গুছানো আয়োজন।
ভাঙ্গনের সাজানো উপকরণ।
ছায়াহীন কালো তিথি।
আলকাতরার লেপন দেয়া তকদীর বিধি।
নীতিবাণী সবি নিষ্ফলা।
ফাঁপা শূন্য গোলা।
নিরস হাহাকার।
অশ্রু বেকার।
কাঁপে না আরশ।
জিদের খুঁটি সরস।
এ যেন দুষ্ট