(এক)
অনেক ভেবে চিন্তে শেষতক ঠিক করলাম ঢাকাতেই যাবো। কারণ, আমার কর্মহীন বাউন্ডুলে জীবন বাবা ঘৃণার চোখে দেখতে শুরু করেছেন। তিনি খেতে-নিতে উঠতে-বসতে বকাঝকা করতে শুরু করেছেন। অনেক সময় সে বকাঝকা মায়ের উপরেও বর্ষিত হতে দেখা যায়। আমি জানি পৃথিবীর সব
দূরে,তুমি দূরে
তবু স্পষ্টভাবে বুঝতে পারি তোমার আহবান,
মনে সংশয়,যদি হাত বাড়াই
নিষ্ঠুরভাবে ফিরিয়ে দিবে নাতো?
উত্তর মেলে না কিছুতেই
আপনা-আপনিই থমকে দাড়ায়।
অসংখ্য মানুষের ভীড়ে আর অসংখ্য স্বপ্নের বিনির্মানে
যে এনে দিয়েছে অনন্ত সম্ভাবনা;
তার বিষন্ন মুখ
মুখে হালকা বিরক্তি
আমায় মৃদু অপমান;
আমায় হারিয়ে দেয় দূর অজানায়
সকল সম্ভাবনাময় স্বপ্ন
আচানক ধাক্কা খেয়ে
স্বপ্ন থেকে বাস্তবে পড়েছি আমি !
প্রথমত: ধাঁ ধাঁ লেগে গেলো !
ঝিম ঝিম বেজে চলে মাথা !
স্বাভাবিক হয়ে ভাবি,
কী স্বপ্নে ডুবেছি নিদ্রায় ?
এখানে ওখানে খুঁজি
মনে ও মগজে
সযত্ন স্মৃতিতে খুঁজি
চেতনায়, অবচেতনায়
মগ্ন ও সুপ্ত চেতনায়
আঁতিপাতি খুঁজে
স্বপ্নটাকে ধরাই গেলো না !
আজকাল স্বপ্নটপ্নগুলো
দেখা