বাহান্ন থেকে একাত্তুর
তারপর;
কেটে গেছে অনেকগুলো বছর
একুশ আসে একুশ যায়
আমার ভেতরটা বিদ্রোহ করে
তারা বারবার ফিরে আসে
আমরা ভুলে গিয়ে আবার
শ্রদ্ধায় মাথা নত করি, বলি
তোমরা দিয়েছ অনেক
আমরা তা হারিয়েছি অবহেলায়।
আঁখি কোনে টলমল যতটুকু আছে জল
হৃদয়র সবটুকু ভালবাসা তোমায় দিলাম
যাঁরা দিয়েছো প্রাণ অকাতরে
মায়ের তরে একাত্তরে ।
প্রণাম,নমস্কার,সালাম তোমাদের তরে
যাঁরা দিয়েছো অমূল্যধন ইজ্জৎ বিসর্জণ
মাকে করেতে স্বাধীন ঐদিনে,
বেঁধেছে ভালবাসার ঋণে
বিশ্ব মানচিত্রে বাংলাদেশ তোমাদেরই অবদানে।
জাগ্রত,জলন্ত বিবেক যেন
হচ্ছে প্রতিবন্দি ক্ষনে ক্ষনে
ধরছে ঘুনে দিনে দিনে,
বিবেক বিকিয়ে
মেঘের পালকে
রোদের ঝিলিকে
জলের ছলকে
মনের তুলিতে মাধুরী মিশিয়ে
একেঁছি ছবি
হৃদয় পটে
তোমারি প্রিয়া
নয়নের নোনা জল দিয়ে ;
দুঃখের অনলে
মেঘের ভেলা
আকাশে ভাসে গো
বেদনার গরলে সে যে নীল,
প্রিয়াহীন রাতে
হৃদয় গভীরে
শূন্য ঝংকারে বীণ
ওগো বিরহে কাতর দীল্;
কেন যে সে
বুঝে ও বুঝে না
হৃদয় আমার
আহা কাতর কাহার তরে,
কি করে