পূর্ব সূরিদের অবহেলায় বাগান খানি ছিল উজাড় প্রায়
আস্থা,ভালবাস আর বিশ্বাসে দায়িত্ব দিল তোমায় ।
ডাল পালা,পাতা,ফুল ও ফলগুলো ছিঁড়ছে
নতুন সতেজ চারা গোড়া থেকে ও তুলছে,
ভাই-বোন,বন্ধু,প্রতিবেশী প্রসংশা করেছিল এই ভেবে
তোমার পরিচর্যায় বাগান খানি আরও সুন্দর সুনিপূণ হবে ।
হরেক পাখির কোলাহল,সতেজ ফুল-ফলের সমাহার
বাগান
Top today
কে থামাবে এই খেলা?
কে বাজাবে শেষ বাঁশি?
আমরা খেলার সরঞ্জাম
আমাদের পোড়া রাশি।
রেফারি বিহীন খেলা চলছে
নিয়মের নাই তোয়াক্কা।
আমরা তো কেবল সরঞ্জাম
মূখ্য নহে সুরক্ষা।
কোন্ নিয়মে খেলবে তারা?
এই নিয়ে যত দ্বন্ধ।
জগাখিচুড়ীর খেলা চলছে
আমাদের কপাল মন্দ।
আমরা হলাম সরঞ্জাম
যেমন ধর হকিস্টিক।
খেলা হোক বা না হোক
ব্যবহৃত হচ্ছি