এ বাড়ীতে যে জিনিসটি পরীর কাছে সব চাইতে বেশী প্রিয় তা হল এই বিশালাকার বাহারী ড্রেসিং টেবিলটা ! এর ঝকঝকে আয়নাটার ভিতর দিয়ে নিজেকে দেখতে কি যে ভাল লাগে পরীর !
কিন্তু সমস্যা হচ্ছে ড্রেসিং টেবিলটা খালাম্মার শোবার ঘরে রাখা ।
উড়ো প্রিয়া উড়ো
যেমন ইচ্ছে তেমন করে উড়ো
মনের আকাশে মুক্ত বিহঙ্গের মত উড়ো
উড়িও না তবে তসলিমার মতো
বাতাসের বিপরীতে
ঝঞ্চা বিক্ষুব্ধ বিরূপ আকাশে;
রূপের ডানা
শিশির কণা
ঘাসের ডগায়,
একটু রোদ্রের ছোঁয়ায়
কিংবা মেঘের ঝাপটায়
ঝরে যায়
ডানা ভেঙ্গে
টুকরো টুকরো হয়ে যায়;
ঐ দেখো প্রিয়া
ব্রেক বিহীন দামী গাড়ীর পরিণতি
ট্রাফিক আইন না