Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ব্যর্থতাগুলারে সঙ্গে নিয়া নির্বাক শুইয়া আছি ।
পেটভর্তি স্বপ্ন নিয়া দূরদেশ যাত্রা করা উড়াল জাহাজটা য্যান ভেংচি কাটে,
আর আঁধার ভর্তি মেঘদলের ফাঁক থাইকা টিমটিম কইরা চোখ টিপে !
একটা পালিত দীর্ঘশ্বাস আর কয়েক ফোঁটা বিহ্বলতা হাতছানি দিয়া যায়….

এবং দৌড়াইতে দৌড়াইতে আলোকবর্ষ পরে

গাধাটা আবার কল দিয়েছে।
-মোহিত বল?
-কি রে,ভাল আছিস?
-হু ভাল,তোর কি খবর?
-এইতো চলছে কোনরকম।এখন তুই ঘুমাচ্ছিলি?
চন্দ্রা কিছুটা আশ্চর্য হয়ে বলল-তুই কিভাবে বুঝলি?
কথার মধ্যে ঘুম ঘুম ভাব ছিল।তাই বলে দিয়েছে।গডকে মনে মনে থ্যাংক দিল।
-এইটুকু না,আরও অনেক কিছু জানি।
-যেমন।
-তোর প্রিয় খেলা ক্রিকেট।প্রিয় টিম ইন্ডিয়া।ফুটবল

পূর্ব প্রকাশের পর

দীনহীন দরিদ্র রহিম পুনরায় রুবিনাদের বাসায় আশ্রয় পেল।রহিমের সাথে তার মা ও ছেলে জামাল ও এই বড় ঘরে আশ্রয় পেল।রহিম আগের মত রুবিনাদের বাগান দেখাশোনা করতে লাগল।পিছনে ছোট একটা পুকুরের মত করে তাতে মাছের পোনা ছাড়া শুরু করল।

ছোট

ঠিক থাকে না মাথা আমার
কখন যে কী বলি
কারে আমি বন্ধু মানি
কার সাথে যে চলি

সকালবেলার কথা আমি
বিকেলে যাই ভুলে
দেখনা তোরা খেয়াল করে
পাক ধরেছে চুলে

যা বলি তা শেষ কথা নয়
কথা আছে আরো
বলিস কেন মুখ বাঁকিয়ে
মিথ্যা কথা ছাড়ো?

বলেছিলে তুমি দৃঢ় চিত্তে

আসবে না কখনি,

স্বপ্নের ভেলায় ঠিক-ই আস;

তুমি কথা রাখনি।

কত মায়া কত রঙ

সেই প্রথম দেখার রুপ,

ভালবাসার জল চুয়ে চুয়ে আসে;

কানায় কানায় গভীর কূপ।

কঠিন শব্দবাণে বলেছিলে-

হৃদয়ে উঠেনি কাঁপুনি,

স্বপ্নের পালকীতে ঠিক-ই ফিরে আস;

তুমি কথা রাখনি।

বিদায় প্রহরে বলেছিলে-

রাখবে না কোন বন্ধনী,

স্মৃতির পাতা

একটি ছেলে হারিয়ে গেল সেই যে একাত্তরে
তাকে ভেবেই লাল সবুজের পতাকাটা ওড়ে
চোখে ছিল স্বপ্ন শপথ প্রত্যয়ে মন ভারি
সেই ছেলেটা বাংলাদেশের ভুলতে কি হায় পারি !

বুকটি জুড়ে তার ছিল যে আকাশ সমান আশা
মা মাটি ও ভাষার জন্য অগাধ ভালোবাসা
তাই সে দিল

মিতার কাছে খোলা চিঠি
– মোঃ ওবায়দুল ইসলাম।

তোমাকে দোষ দেয়ার অবকাশ নাইরে মিতা নাই
আবদ্ধ ঘর যখন তোমার হয়েছিল ঠিকানা
নিষ্ঠুর মানুষগুলো যখন – “কবিকে ভুলে যাও ”
এ বাণী আওরাতে আওরাতে রক্তাক্ত করেছিল
তোমার দেহ, তখন দোষী করার অবকাশ কই ?

কন্টকার্কীণময় করা হল

এ সুন্দর ধরায় আছে সবার নাম
নাম হীন কিছুই পাবেনা তুমি ;
আসলে নামের নাই কোন দাম
মোর প্রিয় নাম হুমায়রা হিমি ।

শিরিন লাইলি বনলতা পার্বতী কত রজকিনী
সবি নাম চিরতা পত্র হিমিকেই শুধু চিনি ;
কত খ্যাত-বিখ্যাত নাম লিখিত ইতিহাস পত্রে
তোমার নাম অমুছিত খুদিত

সুখ খুঁজে ফিরি
—————
মন চায় পাখি হয়ে উড়তে
ডানা মেলে দেশ বিদেশ ঘুরতে,
ভাল্লাগেনা মাঠে কাজ দিন রাত করতে
নিরামিশ পান্তায় ভাত পেটখানা ভরতে,
নোনা জলে ভিঁজতে,রোদের আলোয় পুড়তে
দিন রাত কাদাঁ মাটি খুঁড়তে
আহ! কী মজা ঘুরত,মন চায় পাখি হয়ে উড়তে।

কি আরাম ! আহ কি আরাম

‘জাগ্রত জনতা’ পরিদর্শনে

অফিসের কাজের কারনে সারাদিন যেতে পারিনি ওখানে । কিন্তু যেতে আমি পারিনি বলে ক্ষমাপ্রার্থী । সকালে সংবাদটা পড়েছিলাম যে ডাঃ জাকিয়া নামের একজন মানুষ দেশবাসীকে ডেকে চলেছেন চলমান সহিংসতা, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে । গত তিনদিন ধরে তিনি

go_top