চড়া ই পাখি চড়াই পাখি
কিচির মিচির ডাকি ডাকি ।
চালের কোণে গুনে গুনে
খর কটু কুড়িয়ে এনে ।
অনেক দিনের সুপ্ত আশা
মজবুত একখান
বহুদূরে, ঐ নীলান্তরের সাথে
ঠিক চাঁদের ও পাশটাতে-
ছোট একটি কুঁড়ে ঘরে,
সাতটি রঙে সাজিয়েছ;
আপন আনন্দে ঘুমন্ত বিলাসে-
চাঁদের আলোয় পাইনা তো ছায়া।
লাল থেকে সবুজান্তরে বিয়াল্লিশটি
বছর হারিয়ে গেছো গভীর মায়া তরে।
তবুও খুঁজিয়ে ফিরি একন্ত একা,
আহত ডানা মেলে পারি না তো-
উড়ন্ত পাখির মত; বহুদূরে নীলান্তর।
শুধুই