Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

                  ” তন্ত্র ” এখন আমাদের দেশের সাধারণ  ” গণ ” দের  চিরস্থায়ীভাবে পরিত্যাগ করে  বুঝি আশ্রয় নিয়েছে  ” মন্ত্র ” বাবাদের আশ্রমে ! আর আমরাও এখন সব ভুলে সেই  মন্ত্রবাবাদের নিত্যনতুন সব তন্ত্র – মন্ত্র আর ভেল্কিবাজিতে

কবির ধর্ম কাব্য  সাজানো
ভালো লাগে দেখে যখন যারে ,
তারে নিয়েই হয় হাজার ভাবনা
সাজাই কবিতা তখনই নিয়ে যারে তারে ।

কবির মন কর্মে নয়
ব্যাস্ত সর্বক্ষণ লেখার ভাবনায় ,
কখন লিখবে কোন কবিতা
শব্দ ছন্দ তাই খুঁজে বেড়ায় ।

চায়না তাই কারো ভালোবাসা
কাটাতে চায় তাই একাকী

দুঃখ হয় যখন কেউ অস্বীকার করে তার অস্তিত্বকে।

কেমন লাগে যখন ঈশপের গল্পে দেখ

সাপ ছোবল দিচ্ছে তাকেই বাঁচানো কৃষকের বুকে।

 

দুঃখ হয় যখন মানুষের মাঝে দেখি সেই সাপটাকে।

ঘৃণা করি, নির্লজ্জের মত নর পুড়িয়ে উল্লাসের

সময় তার চোখের নাচন, তার লালচে ডাইনী মুখটাকে।

 

দুঃখ হয়

যদি পারতাম ঘুরিয়ে নিতে ঘড়ির কাঁটা

ঠিক এক বসন্ত পূর্বে।

তোমাকে ভালবেসে যে ভুল করেছিলাম

সংশোধনের নিমিত্তে কাঁচি চালাতাম সেই পর্বে।

তাকিয়ে থাকতাম না তোমার নাদুসনুদুস মুখশ্রী পানে;

নিষেধাজ্ঞা আইন পাশ করতাম মনের সংবিধানে।

তোমার কণ্ঠ ধ্বনি উপেক্ষা করতাম;

শিমুল তুলো গুঁজে দিতাম দুই কানে।

 

এড়িয়ে চলতাম মিরপুরের

 

দুঃখ ভালোবাসার জন্ম দেয়

না কি ভালোবাসা দুঃখের ?

অনেক দুঃখেও ভেসে ওঠে

কারো ছবি মনের কোণে

তার শীতল ছোঁয়া পাবার আশায়

অথবা ভালোবাসলে

তোমার এতটুকু না পাওয়ায়

দুঃখে ভাসে হৃদয় । 

 

মনের মানুষী আমার

আমি বুঝি এবার মারাই যাব
না, না আত্মহত্যা করে নয়, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েও নয়
বাতাসের দুষিত সীসা নয় কিংবা ফরমালিন যুক্ত খাদ্য খেয়ে নয়
গাড়ীর নীচে চাপা পড়ে নয়, সন্ত্রাসীদের হাতেও নয়।
আমি বুঝি এবার মারাই যাব
সরল রাস্তায় চলতে গিয়ে বোমা,ককটেল, গুলি কিংবা গ্রেনেডের

(ষোল)
আজকের অপারেশনটায় যথেষ্ট ঝুঁকি আছে।
গোপন সুত্রে খবর পেয়েছে লোকটি নগদ দু’লাখ টাকা নিয়ে আসবেন। নন্দীনি হোটেলের পাশে মিয়া নগর লেনের মুখে ওৎ পেতে থাকতে হবে চার জনকে। রাস্তার উপর পানের দোকানটায় এর মধ্যে কয়েকবার যাতায়াত হয়েছে। এই প্রথম তিমিরের হাতে

জীবনটাই যেনো
এই মেঘ এই রোদ্দুর,
কখনো জীবন মেঘে ঢেকে যায়
কখন বারি ঝরে টাপুর টুপুর।

তিমির শেষে প্রভাত আসে
ঝলমল করে রোদ্দুর
কারো ঘরে রোদ হাসে
কারো সুখ মিলায় সুদূর।

কেউ হাসে আগমনে
ঘর জোড়া আনন্দ হই হুল্লোর
কেউ বা কান্দে চিরবিদায়ে
অন্তর ভেঙ্গে হয় চুরচুর।

একই নিয়মে বাঁধা সবে
নিয়ম ভেঙ্গে

এখনই সময়

_________

চারদিকে কোলাহল, গৃধিনী শকুনীদের নৃত্য,

অট্রহাসি হায়ানের,

জেগে  উঠেছে আবার রক্তের নেশায় ।

সেদিনও ছিল যারা নিশ্চুপ, ভীত, সন্ত্রস্ত ।

বুল ফুটেছে মুখে,ডানায় গজিয়েছে পালক,

শুধু ডানা ঝাপটিয়েই ক্ষান্ত হচ্ছে না তারা,

আঘাত করছে নির্দিধায় ।

আজ দাঁত বসিয়েছে দুর্বল নিরীহ শশকের গাঁয়,

ভেংচি কাটছে দুর্জয় অপ্রতিরোদ্ধ

তোমায় পাবার স্বপ্ন আকাশ কুসুম কল্পনা
যেন উত্তরে কিংবা দক্ষিণে রবি উঠার ভাবনা ;
তোমাকে চাওয়া হবে এতটাই ভুল
দুষ্কর পাওয়া যেমন বাঁশের ফুল ।

ভানু রাজ্যে গমন ভাবনা মানুষের নাই
তার উষ্ণ কিরণে জ্বলে পুড়ে হবে ছাই ;
তেমনি তোমায় পাব এ কল্পনা অভিন্ন
তোমার জগত

go_top