” তন্ত্র ” এখন আমাদের দেশের সাধারণ ” গণ ” দের চিরস্থায়ীভাবে পরিত্যাগ করে বুঝি আশ্রয় নিয়েছে ” মন্ত্র ” বাবাদের আশ্রমে ! আর আমরাও এখন সব ভুলে সেই মন্ত্রবাবাদের নিত্যনতুন সব তন্ত্র – মন্ত্র আর ভেল্কিবাজিতে
Top today
যদি পারতাম ঘুরিয়ে নিতে ঘড়ির কাঁটা
ঠিক এক বসন্ত পূর্বে।
তোমাকে ভালবেসে যে ভুল করেছিলাম
সংশোধনের নিমিত্তে কাঁচি চালাতাম সেই পর্বে।
তাকিয়ে থাকতাম না তোমার নাদুসনুদুস মুখশ্রী পানে;
নিষেধাজ্ঞা আইন পাশ করতাম মনের সংবিধানে।
তোমার কণ্ঠ ধ্বনি উপেক্ষা করতাম;
শিমুল তুলো গুঁজে দিতাম দুই কানে।
এড়িয়ে চলতাম মিরপুরের
এখনই সময়
_________
চারদিকে কোলাহল, গৃধিনী শকুনীদের নৃত্য,
অট্রহাসি হায়ানের,
জেগে উঠেছে আবার রক্তের নেশায় ।
সেদিনও ছিল যারা নিশ্চুপ, ভীত, সন্ত্রস্ত ।
বুল ফুটেছে মুখে,ডানায় গজিয়েছে পালক,
শুধু ডানা ঝাপটিয়েই ক্ষান্ত হচ্ছে না তারা,
আঘাত করছে নির্দিধায় ।
আজ দাঁত বসিয়েছে দুর্বল নিরীহ শশকের গাঁয়,
ভেংচি কাটছে দুর্জয় অপ্রতিরোদ্ধ