Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আমার কষ্ট সমষ্টি তরি গড়ে
ভাসিয়ে দিলাম তরঙ্গপরে ;
একদিন পৌছিবে তোমার নিবাস ঘাটে
তোমার সমূখে পড়িবে বটে ।

মন ভরে দেখিও সেই তরী
কত যতনে করেছি তৈরী ;
যাতনার সনে দুঃখ জোড়া লাগিয়ে
তোমার স্মৃতিগুলো প্যারেক বানিয়ে ।

গড়েছি এ নাও
তুমি কি দেখিতে পাও ?

নায়ে রং করা

শুনেছি এখন নাকি তোমার নির্ঘুম রাত কাটে আকাশের তারা গুনে
একাকী কথা বলো আনমনে
উদাস করা রাতে বারান্দার রেলিং চেপে বুকে দূর আকাশের নক্ষত্র দেখ
তোমার বন্ধুরা বলে, সুদূরের ঐ তারাগুলোই এখন নাকি তোমার বড়ই আপনজন
বুকের দীর্ঘশ্বাস তোমার নিত্যসঙ্গি।
বোঝ মেয়ে বোঝ একা থাকার

আর কত! সেই কবে থেকে শুরু দেখার
কত কিছুই দেখে গেলো চক্ষু দুইটি
ধ্বসে পড়া ধ্বংসের ভিতর হতে কাপার্ত হাত;
বাঁচার আকুতি ইশারায়,
কাতরাতে কাতরাতে অক্সিজেন ফুরিয়ে যেতেও দেখেছে চোখ,
রক্তাক্ত রাস্তা, লাশ হয়ে পড়ে থাকা মানুষ;
ছিন্ন বিচ্ছিন্ন কাঁচের গুড়া;
ঝনাৎ ঝন পড়ল বুঝি খসে কাঁচের

 

 

জননী আমার এখন প্রসব বেদনায় কাতরাচ্ছে

রক্তাক্ত যৌন ব-দ্বীপ

রক্তে ভেসে যাচ্ছে পদ্মা-মেঘনা-যমুনা

পিচ ঢালা কালো রাজপথ ,

আর খুনের নেশায়

শব ও রক্তের নেশায়

আকাশে উড়ার উন্মাদ আশায়

উন্মত্ত রাক্ষুসী শকুনীর সে কি মায়া কান্না!

 

 

ম্যাকিয়াভেলী

বেদের মেয়ে

__________

নদীর ধারে বাদ্যি বাজে

কদম তলাতে কে,

পানসী নায়ে পাল তুলেছে

বেদে মেয়ের বিয়ে ।

ঢোলক বাজায় নোলক পরায়

পরায় রঙিন শাড়ী,

বেদের মেয়ে কালকে যাবে

নতুন শ্বশুর বাড়ি ।

শ্বশুর বাড়ি মধুর হাড়ি

কত মধু আছে

শাশুড়ী ননদীর জ্বালা

বুঝবে দুদিন পাছে ।

চোখের জলে বইবে নদী

শুনবে না কেউ কথা,

নোনা

তুমি আমার  ম্যজিক মিরর

হাসিতে তোমার প্রতিচ্ছবি তে

আশ্চর্য তোমাকে মনে হয়

আমার মিরর ।

 

তাকাতে তোমার দিকে

ভেসে উঠে আমার প্রতিবিম্ব।

সেই প্রতিবিম্ব যা দেখতে চেয়েছি

বহুকল ধরে আমার চেতনায়।

 

স্বপ্নে ব্যক্তিত্বে আমার কল্পনায়।

তুমি আমার সেই ম্যজিক মিরর

যেভাবে আমি দেখতে চাচ্ছিলম নিজেকে

সেভাবে যেন দেখাচ্ছ আমাকে।

 

আশ্চর্য ভারী।

আমি কল্পনা করি যা

তুমি

go_top