আমার কষ্ট সমষ্টি তরি গড়ে
ভাসিয়ে দিলাম তরঙ্গপরে ;
একদিন পৌছিবে তোমার নিবাস ঘাটে
তোমার সমূখে পড়িবে বটে ।
মন ভরে দেখিও সেই তরী
কত যতনে করেছি তৈরী ;
যাতনার সনে দুঃখ জোড়া লাগিয়ে
তোমার স্মৃতিগুলো প্যারেক বানিয়ে ।
গড়েছি এ নাও
তুমি কি দেখিতে পাও ?
নায়ে রং করা