আষাঢ়ে ভরা এক বিলে
উড়ন্ত এক চিলে,
ঝপাত করে এক ধরেই মাছ
খেয়ে ফেললো গিলে ।
মাছটি খেতে দেখিতে ই কাক
তোষামোদে বলে
একা ই খেয়ে ফেললে ভায়া
খেতাম দুয়ে মিলে ।
মাছ শিকারে যাও যখন
আমাকে
কবিতা–
* লিখব না আর কোনো কবিতা
লিখব না আর কোনো গান–
শোনব না দুর্বোধ্যতার কোলাহল
দেখব না অপ্রসন্নতার আকাশ।
প্রিয়ার চিঠিতে বলব–প্রেয়সী,
ভালবাসি তোমাকে সোজাসোজি
সহজপথে চলুক তোমার আগামীপথ–
শ্রীকান্তনগরে করো না অবোধ্যবিলাপ।
জলের মতো স্বচ্ছ দেহ তোমার
ঘোলাটে দেখি সাঙ্ঘাতিক অস্বচ্ছ
বৃথা সাজগোছ–অনর্থক মাতামাতি
বুঝতে পারি না কেন এ প্রলাপ।
নিজেকে