তোমাকে আমি খুঁজেছি শেফালী
তোমাকে আমি খুঁজেছি একদিন,
ভেবেছি তুমি চলে গেছো বাড়ী
তোমায় পাইনি দেখতে যে ক’দিন ।
তোমাকে না পেলে আমার দুঃখ হয় না
দুঃখ হয় তুমি কাছে এলে ,
আসো যখন আমার কাছে
দাঁড়াও যখন নীরবে একটু হেলে ।
আজ এত রাতে কেন এসছো
তোমার সঙ্গের
হতে চাই আবার ছাত্র…..
সবার আদরের পাত্র,
জীবন বাজি জ্ঞানের সাধনায়
মুগ্ধ সবে আমার প্রতিভায়।
তরুণ হয়ে যাই যদি আবার
বন্ধু হব, প্রিয় হব সবার।
সাহায্যের হাত বাড়িয়ে
সীমানা ছাড়িয়ে,
অসহায়দের নিয়ে
সমাজের কাজে নিজেকে দিব ছড়িয়ে ।
সবুজ প্রাণের মায়ায় জড়িয়ে
গিরি-সাগর জলে যাব হারিয়ে।
কৌতুহলে ছুটব
অন্যায়চারিতা রুখব।
ডাক্তার যদি হতে পারি
গরীবের
মৃত লাশ আবার প্রাণ ফিরে পেল
তোমার প্রেমের পরশে।
সরে গেছে অপয়া কালো মেঘ
তোমার প্রেমের বাতাসে।
পরিত্যক্ত স্বপ্নগুলো আবার ঘষে মেজে নিয়েছি
তোমার পবিত্র আঁচলে।
আমার কুৎসিত অতীত পাক পবিত্র করেছি
তোমার প্রেমের জমজম জলে।
হতাশার ধুসরতা ঝেড়ে তাড়িয়েছি
সাজিয়েছি চক্ চকে আগামী।
যৌথ স্বপ্নের সরল পরিকল্পনা
গর্ভবতী ভালবাসার জমি।
আর
পাট পঁচা ঘামে ভিজে
পাট ধোয় ‘পঁচায়’,
‘গোবরায়’ চষে জমি
নেংটির কচায় ।
‘গুইয়ার’ শরীরে
আছে জোর খাটি ,
কাধে নিতে দশ-বারো
আখের আটি ।
‘থেল্লুর ‘ বাউংকায়
পাঁচমনি বোঝা,
একেবারে নিয়ে সে
হেটে যায় সোজা ।
‘শুকালু’ সে হাতে নিয়ে
কোদালের ডাটা ,
একদমে দশ ধুল
শেষ মাটি কাটা ।
‘হেদলার’ হাত ভালো
মাঠে কাটা ধান,
একদিনে