Top today
সবাইকে নুতুন বছরে রঙধনুর বর্ণীল শুভেচ্ছা
নুতুন বছর এর প্রথম দিনে
গেলাম হয়ে কিছুটা উন্মনা।
যা কিছু পেলাম
বা কি হারালাম
দেখছিলাম।
পিছনে তাকিয়ে
পেলাম যা দোষ ত্রুটি
নিজের বা অন্যের
আজ আর ভাবিনা
পুরানো যত দূঃখ কষ্ট
যত ময়লা আবর্জনার স্তুপ
সরিয়ে তাকাই
দিগন্ত বিস্তৃত
আকাশের দিকে।
ভাবি এাভাবে
বলি এভাবে
কল্পনায় নিজেকে
রাঙাই যেভাবে।
দেখ দেখ
উঠেছে রঙধনু
এসেছে দিতে রাঙিয়ে
আমাদের সবার জীবন।