Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

সবাইকে নুতুন বছরে রঙধনুর বর্ণীল শুভেচ্ছা

: | : ০১/০১/২০১৪

নুতুন বছর এর প্রথম দিনে
গেলাম হয়ে কিছুটা উন্মনা।
যা কিছু পেলাম
বা কি হারালাম
দেখছিলাম।

পিছনে তাকিয়ে
পেলাম যা দোষ ত্রুটি
নিজের বা অন্যের
আজ আর ভাবিনা
পুরানো যত দূঃখ কষ্ট
যত ময়লা আবর্জনার স্তুপ
সরিয়ে তাকাই
দিগন্ত বিস্তৃত
আকাশের দিকে।

ভাবি এাভাবে
বলি এভাবে
কল্পনায় নিজেকে
রাঙাই যেভাবে।

দেখ দেখ
উঠেছে রঙধনু
এসেছে দিতে রাঙিয়ে
আমাদের সবার জীবন।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top