Today 11 Jan 2026
Top today
Welcome to cholontika

অঙ্গীকার

: | : ০২/০১/২০১৪

সবে মিলে গড়ি দেশ
করি আবার অঙ্গীকার,
অপশক্তির‍ উত্থান রোধে
রইবনা কেউ নির্বিকার।
ধর্ম-বর্ণ নাই ভেদাভেদ
তোমার আমার বাংলাদেশ,
ভুলতে হবে হিংসা বিদ্বেষ
গড়তে হবে সোনার দেশ।
দেশ জনতা তোমায় খোঁজে
খোঁজে প্রিয় তোমার দেশ।
গনতন্ত্রের মরন দশা
কেউ করেনা এমন আশা,
ঘুমের ঘোরে আর থেকনা
ছাড়তে হবে মুখোশবেশ।
সামনে যত বাধা আসুক
রুখতে হবে সকলে
লাখ শহীদের জীবন দান
যেতে দেবনা বিফলে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top