Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

আমি হতাশাই দিয়ে যাবো

: | : ০২/০১/২০১৪

আমি হতাশাই দিয়ে যাবো, স্বপ্নের অগোচরে একরাশ হতাশা।
যেখানে নেই ভালবাসা,
জীবনের কাছে আসা
স্বপ্নগুলো হারাবে সাবধানতায় হতাশাকে টপকিয়ে দূরে
অকল্পনীয় হতাশার সুরে।

স্বপ্নে বেঁচে থাকা ভুলে থাক সবে,
শেষ কবে থেকেছিল সবে হতাশায় ডুবে?
রক্ত আর যুদ্ধে গড়া ইমারতগুলো ভেঙ্গে সবাই বানাক গুহা,
মাটির নিচে চলে যাক সবে, একরাশ হতাশায় ডুবুক দূঃখের অন্তরে,
রাত নেমে আসুক শুধু, সূর্য চলে যাগ অমাবশ্যার কাছে লুকাতে নিজেরে।

আমি হতাশাই দিয়ে যাবো
যে নরখাদক মানুষের রক্ত পানে বাঁচে, ছুটে যাক নেশা।
ভুলে যাক ক্ষমতার আশা
ছেড়ে দিক ঘৃনার ভাষা।
হতাশায় ডুপে থাকুক সবে গুহায় ধ্যানে, আমি স্বপ্নরে খাবো।

এন্টারটিকা থেকে এশিয়া, আমেরিকা থেকে ইউরোপ সবখানে হোক গুহাবাসী
মানব-সন্তান। হতাশা জর্জরিত করুক সবারে, কি করেছে এতদিন।
আমি হতাশাই দিয়ে যাবো, চাঁদ মরে তৈরি হোক কৃষ্ণগহ্ববর।
গোধুলীবেলা বা নীল সমুদ্র আর থাকবে না স্বপ্ন সৃজনে
শুভ্র সাদা মেঘ আর ভাসবে না গগনে।

হতাশার অন্ধকার সবখানে
একরাশ নিরবতা হৃদয়ের আলোড়নে
মৃত্যুর আকাঙ্খা সবার মনে দিবে উঁকি
হে স্বপ্নবাজ মানব সন্তান, আমি হাতাশাই দিয়ে যাব।
অধরা রহস্যের আলিঙ্গনে সবে বুঝবে মানব জীবনে শুধু মৃত্যুই বাকি।
২৭১১১৩, ঢাকা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top