এই অন্ধকার কেটে যাক
সুন্দর সূবর্ন অপূর্ব
রুপসীর রুপে তে অনন্য
আমার দুচোখ ভরা স্বপ্ন
ও দেশ তোমার ই জন্য।
থাকবেনা তো দূঃখ দারিদ্র
বিভেদ হিংসার দেয়াল
প্রতিটি ঘরে হবে পাহারা
ভালবাসা মর্যাদা সন্মান।
খুব সুন্দর একটি গান।এই গানটির রচয়িতা সম্ভবত আহমেদ ইমতিয়াজ বুলবুল(আমি শিউর না) ।উনি যখন গানটি লিখেছিলেন আমাদের দেশের অপার সম্ভাবনার কথা মনে করে লিখেছিলেন।আজকে কবি সাহিত্যিক রা দেশের এমন কোন সম্ভাবনা নিশ্চয় দেখবেননা যেটা নিয়ে সাহিত্য রচনা হতে পারে।ভাল দেশপ্রেমিক কবি সাহিত্যিকরা এখন দেশের অবস্থা দেখে নজরুলের মতই হয়তবা বিদ্রোহী হয়ে যেতে চাইবেন।এইভাবে চিন্তা করলে হয়তবা রাজনীতি চলে আসবে আমাদের লেখায়।
তবু এখন ও চাইনা কবি সাহিত্যিকরা কোন রাজনৈতিক প্লাটফর্মে কথা বলুক সচেতন রাজনীতি করুক।এখনও আশা করছি অচিরে এই অন্ধকার কেটে যাবে।এই জাতি জনগন আমরা সবাই আলোর মুখ দেখব।
সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালবাসা।