Top today
‘উদাস বাউল’
ধান ক্ষেতে এক আল পথে-
সুর পেতে এক বাউল গায়েন
চলছে হেটে একা ,
গাছগাছালী -পাখপাখালী-
মধুখালীর বাঁক পেড়িয়ে
পায়নি পথের দেখা ।
উতাল মনে কী জাল বুণে-
রোদ কিরণে সাঁতার দিয়ে
সারাটা দিন ফুরোয়,
আকাশ মাখা মেঘে ঢাকা-
ভীষণ একা একটি নদী
দেখলো পথের চুড়োয় ।
তাইতো শেষে নদীর পাশে-
উদাস বেশে এক তারাতে
ধরলো পথের গান,
গানের তানে দিগন পানে-
সুরের টানে নদীর পাড়ে
উথলে উঠে বান ।।
________