Today 21 Dec 2025
Top today
Welcome to cholontika

উন্মত্ত-অভিশপ্ত

: | : ০২/০১/২০১৪

অতঃপর তাহারা বল্গাদিগকে হত্যা করিতে উদ্যত হইলো

তাহাদের নিষ্ঠুর প্রাণ হইতে এতটুকু দয়ার সঞ্চার হইলো না

এই অবলা প্রাণিদিগকে হত্যা করিল

তাহারা অভিশপ্ত হইয়া উন্মাদ হইয়া গেলো

একজন অন্যজনকে হত্যা করিয়া তাহার মাংস ভক্ষণ করিতে লাগিলো

স্বজাতির মাংস ভক্ষণ করা যে পাপ তাহা তাহাদের অন্তর হইতে জাগিলো না

 

জাগিবে কি করিয়া তাহারা তো পূর্বেই পাপী, অভিশপ্ত

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top