Top today			
			উন্মত্ত-অভিশপ্ত
অতঃপর তাহারা বল্গাদিগকে হত্যা করিতে উদ্যত হইলো
তাহাদের নিষ্ঠুর প্রাণ হইতে এতটুকু দয়ার সঞ্চার হইলো না
এই অবলা প্রাণিদিগকে হত্যা করিল
তাহারা অভিশপ্ত হইয়া উন্মাদ হইয়া গেলো
একজন অন্যজনকে হত্যা করিয়া তাহার মাংস ভক্ষণ করিতে লাগিলো
স্বজাতির মাংস ভক্ষণ করা যে পাপ তাহা তাহাদের অন্তর হইতে জাগিলো না
জাগিবে কি করিয়া তাহারা তো পূর্বেই পাপী, অভিশপ্ত
