Top today
খুকু মনির আঁড়ি
রাগ করেছে খুকু মনি
ভাত খাবে না আর
তার মত মা রুহিকে
দেয় না কেন খাবার।
ভাত খাবে না আর
তার মত মা রুহিকে
দেয় না কেন খাবার।
সারাদিন করে কাজ
খাবার পায় বাসি
তাই দেখে খুকু মনির
ফুটেনা মুখে হাসি।
স্কুলেতে পড়বে রুহি
কাজ করবে কম
হেসে খেলে বড় হবে
খাবে খুকুর সম।