Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ধারাবাহিক বিজ্ঞান-কল্পকাহিনি: পঞ্চম স্বীকার্য (পর্ব – ১)

: | : ০২/০১/২০১৪

ইনবক্স চেক করতে গিয়ে আলিম দেখল শুধু একটা মেইল। তাও কোন অপরিচিত সেন্ডার থেকে। তার মনটাই খারাপ হয়ে গেল। সে অনেক আশা করে আছে মৌমির একটা হলেও মেইল আসবে। মৌমি আলিমের স্ত্রী। কথা কাটাকাটির জেড় ধরে সে তার বাপের বাড়ি চলে গেছে তিনদিন হল।

সাধারণত তৃতীয় দিনের মাথায় মৌমির কোন না কোন মেইল আসে।

মোবাইলে ম্যাসেজ আসে।

এবার সেটা ঘটল না।

আলিমের মন খারাপ হলো। মেজাজও খারাপ হলো।

তাদের বিয়ে হয়েছে দুই বছর হলো। এখনও বাচ্চা-কাচ্চা হয়নি। আলিম সরকারী চাকুরে। বিসিএস ক্যাডার। আছে বনবিভাগে। তার পোষ্টিং সুন্দরবনের কাছাকাছি একটা নতুন প্রজেক্টে।

আলিম মৌমিকে মেইল কিংবা ম্যাসেজ দিবে কিনা ভাবল। শেষমেশ কিছুই দিবে না সিদ্ধান্ত নিল। দোষ তো সে করেনি। তবে কেন সে আগ বাড়িয়ে কথা বলবে? আর মৌমিও কচি খুকী নয় যে, তার অভিমান ভাঙাতে হবে।

আলিম অপরিচিত মেইলটা ওপেন করল। চার-পাঁচ লাইনের মেইল। বাংলায় টাইপ করা। পড়েই আলিম বিভ্রান্তিতে পড়ল। নিশ্চয়ই কেউ তার সাথে ইয়ার্কী ফাজলামো করছে।

 

 

শুভেচ্ছা নিবেন।

আমি জানি না আমি সঠিক লোককে মেইল করতে পারছি কিনা। আপনার সাথে যোগাযোগ করার এই একটিমাত্র মাধ্যম ছাড়া আর কোন কিছুই আমার জানা নেই। যদি আপনি আলিম সাহেব হয়ে থাকেন আর যদি আপনি ২০১২ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের দক্ষিনাঞ্চলে ফরেষ্ট অফিসার হিসেবে চাকুরী করে থাকেন তাইলে অনুগ্রহ করে আমার মেইলের উত্তর দিবেন।

শুভেচ্ছান্তে

প্রহি

 

 

আলিম মেইলটার মাথামুণ্ডু কিছুই বুঝল না। সে আবার পড়ল। প্রহি নামে কেউ তাকে মেইল করেছে।

অদ্ভুত নাম। এরকম নাম সে আগে শুনেনি। হতে পারে, মানুষের সব নাম যে তার পরিচিত হতে হবে তাতো আর না। মেইল ছাড়া যোগাযোগ করার আর কোন মাধ্যম তার নেই বলতে লোকটা কী কলতে চেয়েছে? কিংবা সাল মাস উল্লেখ কেন করেছে? সম্ভবত কোন কাঠ পাচারকারীর মেইল হতে পারে। এই সব চোরাকারবারীরা যে আজকাল মেইল করা ধরেছে সেটা ভেবেই আলিম নিজে নিজে হেসে উঠল। মেইল রিটার্ন করলেই চোরাকারবারীরা নিশ্চয়ই তাকে কোন অফার করবে।

হায়রে এই বন জঙ্গলেও এখন ইন্টারনেট চলে এসেছে।

আলিম মেইলটা ডিলেট করতে গিয়েই থমকে গেল। মেইল সেন্ডের তারিখ প্রায় ছয়শ বছর পরে। ২৬০৪ সালের ৫ই জানুয়ারী।

এটা কি সম্ভব?

সম্ভবত সেন্ডারের মেইলের টাইম সেটিংসের সমস্যা ছিল। ব্যাপারটা বুঝার পরও আলিম প্রহির মেইল অ্যাড্রেস থেকে ডোমেইন নেম বের করে হু ইজ থেকে চেক করতে বসল।

কিছুক্ষণ পর লেখা ভেসে উঠল There are no domains that fit your criteria.

এটাতো অসম্ভব।

ডোমেইন নেম না থাকলে মেইল আসল কী করে?

(চলবে/পরবর্তী পর্ব ১১-জানুয়ারী-২০১৪)

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top