Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

নদী-ঝর্না-পাহাড় এসবই আমি দেখবো…….

: | : ০২/০১/২০১৪

আমি দেখতে চাই না
তোমার অবজ্ঞাভরা বাঁকা হাসি
তার চেয়ে দেখতে চাই
সমুদ্রের বিশাল ঝিলমিল নীল জলরাশি ।

সমদ্র দেখিনি তো
তাই দু:খ টাও সহস্র বিন্দু
তোমার দেয়া অবহেলার শংখশব্দের চেয়ে
ঢের ভাল বিশাল গর্জনের ওই সিন্ধু ।

https://lh5.googleusercontent.com/-88viR72wNYs/T8cXFk87AiI/AAAAAAAAegc/m91Yv79vH6U/w497-h373/06312-496.gif

আমি চাইনা তোমার
দেয়া অপমানের জ্বালা
তার চেয়ে ভীষণ ইচ্ছে জাগে দেখতে
সুউচ্চ পর্বতমালা ।

কখনো দেখিনি তো
ওই সুউচ্চ পর্বত শীর্ষ
তোমার দেয়া সব কিছুই
মনে হয় ঐ পর্বতের কাছে হবে তুচ্ছ ।

https://lh6.googleusercontent.com/-IC96YxKzC9E/T-hIXaXkL6I/AAAAAAAAfLs/ILdw19GUNY4/w497-h373/0625n3-496.gif

ছুঁয়ে দেখিনি কখনো
কলকল বেয়ে চলা ঝর্ণাধারা
তোমার অনুভূতিহীন ছোঁয়ার চেয়ে
ঝর্ণাধারার শীতল স্পর্শে
তনোমনকে দেবে অধিক নাড়া ।

আফসোস কেন দেখিনি আমি
পাহাড় বেয়ে নেমে আসা ঝর্ণাধারা
পাহাড় নদী ঝর্ণা এসবই আমার প্রিয়
দেখতে চাই না তোমার ২৪ ঘন্টা
জুড়ে থাকা মেজাজ চড়া ।

https://lh5.googleusercontent.com/-9KVPBZQ6bO4/T-adPbRF-cI/AAAAAAAAfJ8/Jv38pFUIklM/w497-h373/062421-496.gif

বল কেন থাকবে না আক্ষেপ
ঐসব দেখার ……
নদী-ঝর্না-পাহাড় এসবই আমি দেখবো
কেন দেখবো না, বলতে পারো?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top