Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

নব বর্ষে

: | : ০২/০১/২০১৪

 

 

 

ছল ছল ছল
নিত্য বহে জল
পদ্মা মেঘনা যমুনার বুক ভরে
অসীমের ডাকে নদীর মিঠে জল মিশে দূরের সাগরে;

 

টিক্‌ টিক্‌ টিক্‌
পার হয় সময় সঠিক
সময়ের ছুটন্ত পিঠে চড়ে
জীবনের স্মৃতি বিস্মৃতি মেশে কালের গহ্বরে;

 

সুখের কত যে স্মৃতি
দুঃখের কত যে বিস্মৃতি
পাওয়া না পাওয়ার
কত খুন-সুটি মান-অভিমান তোমার আমার;

 

স্মরণে পরে কি প্রিয়া তোমার
নব বর্ষে ফোন করিনি বলে একবার
ঠোঁট ফোলানো অভিমান তোমার
ভাঙ্গাতে হয়েছিলো আমাকে হাত ধরে শতবার?

 

তাই তো আজ নব বর্ষে
কাব্য অধরে পুস্প পরশে
হৃদয়ের উষ্ণ আবেগ দিয়ে
নব বর্ষের শুভ শুভেচ্ছা তোমাকে প্রথম প্রিয়ে।

——————————————————-

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top