Top today
নব বর্ষে
ছল ছল ছল
নিত্য বহে জল
পদ্মা মেঘনা যমুনার বুক ভরে
অসীমের ডাকে নদীর মিঠে জল মিশে দূরের সাগরে;
টিক্ টিক্ টিক্
পার হয় সময় সঠিক
সময়ের ছুটন্ত পিঠে চড়ে
জীবনের স্মৃতি বিস্মৃতি মেশে কালের গহ্বরে;
সুখের কত যে স্মৃতি
দুঃখের কত যে বিস্মৃতি
পাওয়া না পাওয়ার
কত খুন-সুটি মান-অভিমান তোমার আমার;
স্মরণে পরে কি প্রিয়া তোমার
নব বর্ষে ফোন করিনি বলে একবার
ঠোঁট ফোলানো অভিমান তোমার
ভাঙ্গাতে হয়েছিলো আমাকে হাত ধরে শতবার?