Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

মায়া মন্ত্র

: | : ০২/০১/২০১৪

.

রাগে অভিমানে চোখের জলে

শুয়েছিলে ভিন্ন কাঁথার তলে

রাতের যাদু

করেছে কাবু

অজানা এক মায়া মন্ত্র বলে

জেগে দেখি আশ্চর্য সকালে

মান-অভিমান বিরাগ ভুলে

দু’জনই শুয়ে আছি ছলে

টলোমলো  সরোবর  জলে

একই স্বপ্ন কাঁথার তলে।

 

……………………………………..

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top