Top today
মায়া মন্ত্র
.
রাগে অভিমানে চোখের জলে
শুয়েছিলে ভিন্ন কাঁথার তলে
রাতের যাদু
করেছে কাবু
অজানা এক মায়া মন্ত্র বলে
জেগে দেখি আশ্চর্য সকালে
মান-অভিমান বিরাগ ভুলে
দু’জনই শুয়ে আছি ছলে
টলোমলো সরোবর জলে
একই স্বপ্ন কাঁথার তলে।
……………………………………..