Top today
পাথরের চর
বললাম ভালবাসি
পেলাম মূল্যবান উপদেশ
আগে যোগ্যতা অর্জন কর
তারপর ভালবাসনিরলস প্রচষ্টা
নির্ঘুম রাত আর
কঠোর পরিশ্রমে
যোগ্যতা অর্জন করে দেখি
হৃদয় সাগরের কোথাও আর
এক বিন্দু ভালবাসা অবশিষ্ট নাই
সেখানে কঠিন পাথরের চর জেগেছে।
পেলাম মূল্যবান উপদেশ
আগে যোগ্যতা অর্জন কর
তারপর ভালবাসনিরলস প্রচষ্টা
নির্ঘুম রাত আর
কঠোর পরিশ্রমে
যোগ্যতা অর্জন করে দেখি
হৃদয় সাগরের কোথাও আর
এক বিন্দু ভালবাসা অবশিষ্ট নাই
সেখানে কঠিন পাথরের চর জেগেছে।