Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আপনার পরিচয় দিন

: | : ০৩/০১/২০১৪

আমরা ব্লগে লেখালেখি করি। অনেকে পরিচয় গোপন করে ছদ্মনামে লিখি। কিন্তু কেন আপনারা পরিচয় গোপন করে ছদ্মনামে লেখেন জানিনা। আমরাতো কোন অসামাজিক কার্যকলাপ করিনা ব্লগে। অন্ততপক্ষে চলন্তিকায়। আবার অনেকে তাদের প্রোফাইলে কিছুই দিতে চায় না। অনেকে ছবিও আপলোড করে না। এত গোপনীয়তার কি দরকার আছে? লেখকদেরকে সারাদেশের/সারা বিশ্বের মানুষ চিনবে এটাই স্বাভাবিক। আমি মনে করি পরিচয় গোপন করার মধ্যে কোন মহত্ব নেই। আমার মনে হয় ছদ্মনামে যারা লেখে তারা বাবা-মায়ের দেয়া নামটাকে অপমান করে।

প্রতিটা পাঠকই চায় যার লেখা পড়ছে তার ছবি দেখতে, তার সর্ম্পকে জানতে। জানার কৌতুহল ‍অনেকের আছে। আমরা বড় বড় কবি সাহিত্যকদেরকে তো পরিচয় গোপন করতে দেখিনি। তাহলে আমরা কেন গোপন করব? তাই আসুন অনন্তপক্ষে নিজের প্রোফাইলে এতটুকু তথ্য দেয়। যেমন-

আপনার আসল নাম।

আপনার ছবি।

কোন জেলায় জন্ম গ্রহণ করেছেন?

শিক্ষাহত যোগ্যতা কত?

বর্তমানে কি কর্ম করছেন?

তাছাড়াও ভাল লাগা মন্দ লাগা ইত্যাদি।

আমি আশা করব এখন থেকে সবাই আপনাদের প্রোফাইলে উপরের তথ্যগুলো প্রদান করবেন। আর যারা প্রোফাইল সংশোধন করতে চান না তারা অনন্তপক্ষে আমার এই পোষ্টে মন্তব্য করে আপনাদের পরিচয় দিবেন।

ধন্যবাদ সবাইকে। শুভ হউক আপনাদের ব্লগিং জীবন। পাশাপাশি একজন স্বনামধন্য লেখক হিসেবে অত্মপ্রকাশ করুন এই আশা করি।

শুভকামনায়….

আমির হোসেন

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top