Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

আমার মামী

: | : ০৩/০১/২০১৪

মামা মোদের বাড়ি এসে
মিষ্টি কথা কয়,
মামার বাড়ি গেলে মামী
গাল ফুলিয়ে রয় ।

রুমু ঝুমু বলে বুবু
একটা দিন থাকো,
তোমার আম্মু রাগ করেছে
আর আসব নাকো ।

ঝুমুর মামা আসলে মামী
হাসি খুশী রয়,
মোরা কভু এলেই মামীর
মুখটি কালো হয় । ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top